হেরেও র‌্যাঙ্কিংয়ে বাজিমাত ভারত লেগির


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ১২, ২০১৮, ০২:০৪ পিএম
হেরেও র‌্যাঙ্কিংয়ে বাজিমাত ভারত লেগির

প্রথমবারের মতো এশিয়া কাপ জিতে রেকর্ডবুকে নাম লিখেছে বাংলাদেশ। তাও ছয়বারের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে। নান্নু-আকরামদের হাত ধরে সর্বশেষ ১৯৯৭ সাল অর্থাৎ ২১ বছর আগে দেশের হয়ে প্রথম কোনো বহুজাতিক ট্রফি জিতে বাংলাদেশ। এবার তাদের বোনেরা সেই পদ অনুসরণ করেন।

রোববার (১০ জুন) সিঙ্গাপুরে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের ফাইনাল ম্যাচটিতে প্রথমে ব্যাটিং করে মাত্র ১১২ রান সংগ্রহ করে শক্তিশালী ভারত। মূলত বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে নাস্তানাবুদ হয়ে পড়েন মিতালি-পাতিলরা। জবাবে খেলতে নেমে তিন উইকেটে জয় পায় বাংলাদেশ। তাও শেষ বলে দুই রান তুলে।

লক্ষ্যণীয় যে, ম্যাচটিতে শুরু থেকে বাংলাদেশি মেয়েদের ভুগিয়েছেন দেশটির লেগ স্পিনার পুনম যাদব। নিজেদের হারের দিনে একাই সব আলো কেড়ে ৯ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নেয়া এই তারকা। এছাড়ার পুরো টুর্নামেন্টে চার ম্যাচ খেলে সাত উইকেট তুলে নেন তিনি। যার কারণে আইসিসি সর্বশেষ হালনাগাদে এক লাফে তিনে এসেছেন যাদব। এছাড়াও র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে পাকিস্তানি বোলার এনাম আমিনের।  ৫৮৯ র‌্যাঙ্কিং নিয়ে তার অবস্থান  এখন পাঁচে। প্রথমস্থানে রয়েছেন অজি বোলার।

র‌্যাঙ্কিংয়ে বাদ বাকিরা।

প্রসঙ্গত,ভারতের বিপক্ষে বাংলাদেশের এমন জয়ে গোটা ক্রিকেটবিশ্বের বাহবাতে ভাসছেন নারী ক্রিকেটাররা। ইতোমধ্যে তাদের প্রত্যেককে ১০ লাখ টাকা উপহার হিসেবে দিয়েছে বিসিবি। এমনকি বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়িয়ে দেয়ার চিন্তা করছে ক্রিকেট সংস্থাটি।-ক্রিকবাজ

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর