আইপিএলে কি এবারেই শেষবার গেইল?


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ৩০, ২০১৮, ০৭:৪৭ পিএম
আইপিএলে কি এবারেই শেষবার গেইল?

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ছেড়ে দিয়েছিল ক্রিস গেইলকে। তারপর সদ্য সমাপ্ত আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ব্যাটে বিস্ফোরণ ঘটিয়েছিলেন ক্রিস গেইল। ১১ ম্যাচে ৩৬৮ রান ক্যারিবিয়ান সুপারস্টার প্রমাণ করে দিয়েছেন, তার ব্যাটে এখনো মরচে পড়েনি।

প্রশ্ন হল, তারকা ব্যাটসম্যানের বয়স এখন চল্লিশ ছুঁইছুঁই। তিনি কী আগামী সংস্করণে আইপিএলে খেলবেন। ক্রিস গেইল সাফ জানিয়ে দিয়েছেন, গ্ল্যামারের ছোঁয়ার জন্যই আইপিএলের প্রয়োজন তাকে। গেইল সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘মজা করছি না। আমি সিরিয়াস। সবাই জানে, আইপিএলে তারকার প্রয়োজন। আইপিএলে জন্য অনেক কিছু করেছি।’

এরপরে কিং গেইলের আরো বক্তব্য, ‘আমি দুটো সেঞ্চুরি করেছি। একবার ট্রফিও জিতেছি। এখনো সক্রিয়ভাবে ক্রিকেট খেলছি। ভারতে খেলা চালিয়ে যেতে চাই। এখানে খেলার জন্য অনেক প্যাশন রয়েছে। এখনও অনেক খেলা বাকি রয়ে গেছে।’

গেইল আরো জানিয়েছেন, আইপিএল হল বিশ্বের সেরা ঘরোয়া টুর্নামেন্ট। গেইলের জন্যই টুর্নামেন্টের প্রথম পর্যায়ে কিংস ইলেভেন দারুণ পারফরম্যান্স করছিল। তবে শেষদিকে খেই হারিয়ে ফেলে প্রীতির দল।

গেইলের দাবি, ‘কোনো সন্দেহ নেই আরো একবার আইপিএলের অংশ হতে পেরে ভাল লাগছে। বিশ্বের সেরা টুর্নামেন্ট এটাই। নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে এবার খেললাম। দারুণভাবে আমাদের স্বাগত জানানো হয়েছিল। আমাদের শুরুটা দুর্দান্ত হয়েছিল। তবে শেষের দিকে মোমেন্টাম হারিয়ে গিয়েছিল। হয়তো পরের সংস্করণে আরো ভাল খেলব।’

গোনিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর