রশিদকে ভারতের নাগরিকত্ব দেয়ার দাবি


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ২৬, ২০১৮, ০৫:৪৫ পিএম
রশিদকে ভারতের নাগরিকত্ব দেয়ার দাবি

আরবি অভিধানে তার নামের অর্থ হল। সরল, সঠিক পথে পরিচালিত। ওটা একটু বদলে নেয়া যেত। কারণ, এই রশিদ শুধু নিজে সঠিক পথে চালিত হচ্ছেন না, গোটা দেশকে হাত ধরে আলোর দিশা দেখাচ্ছেন। রশিদ খান। আফগানিস্তানের রুক্ষ ভূমি ছাড়িয়ে যার ব্যপ্তি এখন অনেক দূর পর্যন্ত ছড়িয়েছে।

ক্রিকেটাঙ্গনে এমন অলরাউন্ডার পারফরম্যান্স তো অনেকেই করেন। কই, তাদের নিয়ে সবসময় এমন মাতামাতি তো হয় না! কিন্তু রশিদকে নিয়ে কেন হচ্ছে। কারণ, তিনি একটা যুদ্ধবিধ্বস্ত দেশকে প্রতিনিধিত্ব করছেন। মাত্র ১৯ বছর বয়সে রশিদ খান ক্রিকেটের অ্যাম্বাসাডর হয়ে উঠেছেন। কেকেআরের বিপক্ষে নিজেকে আবার নতুনভাবে উপস্থাপন করেছেন। 

তার এমন পারফরম্যান্স হৃদয় ছুঁয়েছে ভারতের ক্রিকেটপ্রেমীদের। অনেকে আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি। দাবি তুলেছেন আধুনিক ক্রিকেটের বিস্ময়কে ভারতের নাগরিকত্ব দেয়ার জন্য। কেউ কেউ আবার মজা করে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে বললেন, আপনারা আমাদের রবীন্দ্র জাদেজাকে নিয়ে নিন। বদলে রশিদকে ভারতের হয়ে খেলার অনুমতি দিয়ে দিন। 
কলকাতার বিরুদ্ধে রশিদের পারফরম্যান্সের পর এসব সোশ্যাল সাইটজুড়ে চাউর হচ্ছে। তবে রশিদকে ভারতীয় নাগরিকত্ব দেয়ার দাবি একটা সময় এতটাই জোরালো হয়ে ওঠে যে ভারতের পররাস্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ হস্তক্ষেপ করেন। টুইটে লেখেন, ''এই ব্যাপারে সব টুইট আমি দেখেছি। কারও নাগরিকত্ব পাওয়ার সমস্ত দিক দেশের প্রধান মন্ত্রীর উপর নির্ভর করে।' অবশ্য এরকম একটা টুইট করে কিছুক্ষণ পরেই তা মুছে দেন সুষমা। 

আফগান প্রেসিডেন্টের টুইট

রশিদকে ভারতে খেলানোর দাবি দাওয়া এতটাই জোরালো হয়ে ওঠে যে আফগান ক্রিকেট বোর্ডও চুপ করে বসে থাকতে পারেনি। রশিদ খানের পারফরম্যান্সে মুগ্ধ আফগানিস্তানের প্রেসিডেন্টও। রশিদকে ‘‌হিরো’‌ আখ্যা দিয়েছেন তিনি। এরপরই একটি মজার টুইট করেছেন আশরাফ ঘানি। আফগান প্রেসিডেন্ট বলেন, ‘‌আফগানরা তাদের হিরো রশিদ খানের পারফরম্যান্সে মুগ্ধ। আমার ভারতীয় বন্ধুদেরও ধন্যবাদ জানাচ্ছি। আফগানিস্তানের ক্রিকেটারদের আইপিএল খেলার সুযোগ দেয়ার জন্য। ও ক্রিকেট বিশ্বের একটা সম্পত্তি। দুঃখিত ওকে আমরা ছাড়তে পারব না।’‌

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর