স্বীকার করলেন দীনেশ কার্তিক


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ২৬, ২০১৮, ০৪:৫০ পিএম
স্বীকার করলেন দীনেশ কার্তিক

শুক্রবার (২৫ মে) রাতের মায়াবী ইডেনে এবারের মতো থেমে গেল কলকাতা নাইট রাইডার্সের আইপিএল দৌড়। সানরাইজার্স হায়দরাবাদের ১৭৪ রান তাড়া করতে নেমে ১৬০-৯ স্কোরে আটকে যায় বাদশার ছেলের। আর কেকেআরের এমন দুর্ভোগের কারণ তো সেই তরুণ। তিনি আধুনিক ক্রিকেটের বিস্ময়। তিনি রশিদ খান আরমান। 

আধুনিক ক্রিকেটের বিস্ময়।

ভুল লিখলাম। হায়দরাবাদের কাছে কোথায় হারল কেকেআর? হারল তো ওই বছর কুড়ির আফগান ছেলেটার কাছে। যে ছেলেটা ১০ বলে ৩৪ করলেন। চার ওভারে ১৯ রান দিয়ে তিন উইকেট নিলেন। বাউন্ডারি লাইন থেকে তার থ্রোয়ে রান আউট হলেন নীতীশ রানা আর প্রচণ্ড টেনশনের মুখে আউটফিল্ডে নিলেন দু’টো ক্যাচ। ইডেন কি কোনও দিন এ রকম পরিপূর্ণ পারফরম্যান্স দেখেছে আইপিএলে? সন্দেহ আছে। 

দীনেশ কার্তিক তো স্বীকার করেই নিলেন যে রশিদের কাছেই হেরেছেন তারা, বলেন, ‘বোলিং ছাড়াও দুর্দান্ত ব্যাটিং ও ফিল্ডিংও করেছে রশিদ। ওকেই কৃতিত্ব দেব ওদের এই জয়ের। আমরা রশিদের বোলিং ভালই সামলেছিলাম হায়দরাবাদে। ও কী রকম বোলিং করে, তা আমাদের জানা। কিন্তু যে দিন সেরা বোলিং করে, সে দিন ওকে রোখা কঠিন।’

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর