কলকাতার ক্রিকেটারই কলকাতার হার চায়!


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ২৫, ২০১৮, ০৫:১২ পিএম
কলকাতার ক্রিকেটারই কলকাতার হার চায়!

আইপিএল সুর্য এখন পড়ন্ত বিকেলে অবস্থান করছে। আর বাকি মাত্র দুটি ম্যাচ। তবে এরই মধ্যে একটি দল ফাইনালের টিকেট নিশ্চিত করেছে। অন্যদিকে ফাইনালে উঠার লড়াইয়ে শুক্রবার (২৫ মে) কলকাতার ইডেন গার্ডেনে লড়বে হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্স। তবে আজকের ম্যাচটিতে অবশ্যই সুযোগ থাকবে কলকাতার জন্য। কারণ নিজেদের ঘরের মাঠেই  লড়বেন দীনেশ কার্তিকরা। তবে ভিন্ন কথা বলছেন ইডেনের ছেলে ঋদ্ধিমান সাহা। কারণ আইপিএলের চলমান আসরে হায়দরাবাদের হয়ে খেলছেন কলকাতার ছেলে ঋদ্ধিমান।

মাস খানেক আগে এই ইডেন থেকেই সহজ জয় নিয়ে ফিরেছিলেন সাকিব আল হাসানরা। তার পরে টানা ছ’ম্যাচ জিতে লিগ তালিকার শীর্ষে উঠেছিলেন কেন উইলিয়ামসনরা।

অরেঞ্জ আর্মির দলে টানা সাফল্যের পরে নেমে আসে ব্যর্থতার আঁধার। টানা চার ম্যাচে হার। সেই ব্যর্থতার বোঝা কাঁধে নিয়ে শুক্রবার ইডেনে নামতে হবে তাদের। ব্যর্থতার অতীত ভুলে তাই ঝাঁপিয়ে পড়ার শপথ নিয়েছেন শিখর ধাওয়নরা। মন থেকে যে সব ব্যর্থতা ঝেড়ে ফেলতে বলা হয়েছে তাদের, তা জানিয়ে ইডেনের ঘরের ছেলে ঋদ্ধিমান সাহা বলেন, ‘চেন্নাইয়ের কাছে হার নিয়ে তেমন আলোচনা করিনি আমরা। অতীত ভুলে ঘুরে দাঁড়ানোর কথাই বলেছেন আমাদের কোচ ও অধিনায়ক। সব ম্যাচেই তারা এই কথা বলেন। আজও প্রথম ম্যাচ মনে করেই নামব।’

ঋদ্ধিমান সাহা

আজ জয়ে ফিরতেই হবে, বলছেন ঋদ্ধিমান। তিনি বলেন, ‘এই ক্রিকেটে দু-তিন ওভারেই খেলা বদলে যায়। তবে নিজেদের দোষেই চার ম্যাচে হেরেছি আমরা। সেই ভুলত্রুটি শুধরেই নামব। তা ছাড়া কেকেআর নিয়ে ভাল ‘হোমওয়ার্ক’ করেছি। এটা কাজে লাগবে। ওদের যেমন ভাল স্পিনার আছে, আমাদেরও তো আছে।’

কিন্তু তিনি কি খেলবেন? ঋদ্ধি বললেন, ‘কাঁধে চোট পেয়েছিলাম। ব্যাটিংটাও ভাল হচ্ছিল না। তাই শ্রীবৎস সুযোগ পেয়ে তা কাজে লাগায়। দলের সাফল্যের স্বার্থে এটা মানতেই হবে। সুযোগ পেলে আমিও তাই করবো। এখন আমি তৈরি আছি।’

ইডেন তাকে খালি হাতে ফেরাবে, না নাইটদের ফাইনালের পথ দেখিয়ে দেবে,তা জানা যাবে আজ রাতেই।

গোনিউজ২৪/এএস
 

খেলা বিভাগের আরো খবর