তার অভিশাপে ‘বিশ্বকাপে সব ম্যাচ হারবে আর্জেন্টিনা’!


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ২৫, ২০১৮, ০৩:১১ পিএম
তার অভিশাপে ‘বিশ্বকাপে সব ম্যাচ হারবে আর্জেন্টিনা’!

ফুটবল বিশ্লেষকদের মতে, আসন্ন ওয়ার্ল্ডকাপে ৩২ বছরের দুঃখ দূর করবে আর্জেন্টিনা।  তা হবে মেসি-দিবালা ও পাবনের হাত ধরেই। কিন্তু দেশটির সাবেক দুই বিশ্বকাপ জয়ী ফুটবলার দিয়াগো ম্যারাডোনা মনে করছেন, কৌশলহীন আর্জেন্টিনা এবারের বিশ্বকাপে মোটেও সুবিধা করতে পারবে না।

সম্প্রতি আবুধাবি একটি সংবাদ মাধ্যমকে দেয়া একান্ত সাক্ষাৎকারে সাবেক এই কিংবদন্তি বলেছেন, গ্রুপ পর্বে আর্জেন্টিনা একটি ম্যাচেও জিততে পারবে না।

বিশ্বকাপে ডি গ্রুপে পড়েছে আর্জেন্টিনা। আর গ্রুপটি রয়েছে সুপার ঈগল নাইজেরিয়া, নবাগত আইসল্যান্ড ও পরিশ্রমী টিম ক্রোয়েশিয়া। তাই ম্যারাডোনা মনে করছেন এ তিন দলের বিপক্ষে জয় তুলে আনা আর্জেন্টিনার জন্য মোটেও সহজ হবে না। এমনকী তার ভয়, হতে পারে মেসিরা প্রথম রাউন্ডেই বিদায় নেবে।

এসবের মুল কারণ হিসেবে কোচ সাম্পাওলির কৌশলহীনতাকেই দায়ী করেছেন ১৯৭৮ ও ১৯৮৬ বিশ্বকাপ জয়ী কিংবদন্তি। ম্যারাডোনার দাবি, আর্জেন্টিনার এই দলটির কোনো কৌশলই নেই, ‘এমন একটা দল, যাদের অভিজ্ঞতা নেই, কোনো নেতা নেই, কোনো পরিকল্পনা নেই। আমার মনে হচ্ছে আমরা সম্মান হারানোর ঝুঁকি নিচ্ছি।’

সাম্পাওলিকে ধুয়ে দিয়ে তিনি বলেছেন, ‘আর্জেন্টিনা থেকে আমি শুনেছি সে ২-৩-৩-২ ফর্মেশনে খেলতে চায়। এটা হাস্যকর। ১৯৩০ সালে এভাবে খেলা হতো।’

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর