ডি ভিলিয়ার্সের যে রেকর্ডগুলো ভাঙা অসম্ভব!


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ২৫, ২০১৮, ১০:০২ এএম
ডি ভিলিয়ার্সের যে রেকর্ডগুলো ভাঙা অসম্ভব!

ক্রিকেট ইতিহাসে ডি ভিলিয়ার্স একটা অধ্যায়। যে অধ্যায়ে অসম্ভব বলে কোন শব্দ নেই। ক্রিকেট খেলায় একজন খেলোয়ারের পক্ষে যা যা করা সম্ভব তিনি সবই করেছেন। ছিলেন ব্যাটসম্যান, বোলার, উইকেটকিপার, দুর্দান্ত ফিল্ডার ও অধিনায়ক। সব জায়গায় তিনি ছিলেন অন্যদের চেয়ে আলাদা বরং ঢের এগিয়ে। ক্যারিয়ারের মধ্যগগনে এসে হঠাৎ অবসর! ইচ্ছা করলে আরো পাঁচ-ছয় বছর বীরদর্পে খেলতে পারতেন। হয়তো দেশের হয়ে অধরা বিশ্বকাপ ট্রফিটা উচিয়ে ধরতে পারতেন। কিন্তু সব উপেক্ষা করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন মিঃ ৩৬০ ডিগ্রি খ্যাত আব্রাহম বেঞ্জামিন ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার জার্সিতে আর কখনো দেখা যাবে না বিশ্বের দ্রুততম এই সেঞ্চুরিয়ানকে। তবুও ক্রিকেট দুনিয়া মনে রাখবে তাকে। কারণ, এমন অবিশ্বাস্য কিছু করেছেন, যা হয়তো আর কখনো কেউ করে দেখাতে পারবেন না!

অবিমানবীয় ডি ভিলিয়ার্সের মানবীয় বিদায়

দ্রুততম ওয়ানডে সেঞ্চুরি
২০১৫ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৩১ বলে সেঞ্চুরি। ডি ভিলিয়ার্স ভাঙেন নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসনের ৩৬ বলের রেকর্ড।

দ্রুততম ওয়ানডে ফিফটি
দ্রুততম সেঞ্চুরি করার পথেই ১৬ বলে ফিফটি। এবি পেছনে ফেলেন ১৯৯৬ সালে শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়ার ১৭ বলের ফিফটি।

ওয়ানডেতে এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা
দ্রুততম সেঞ্চুরি ইনিংসে ১৬টি ছক্কা। যে রেকর্ডে প্রোটিয়া ব্যাটসম্যানের সঙ্গী ভারতের রোহিত শর্মা ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল।

সবচেয়ে বেশি স্ট্রাইকরেটের ওয়ানডে ইনিংস
রেকর্ড ইনিংসে মাত্র ৪৪ বলেই ১৪৯ রান। ওই ম্যাচে ডি ভিলিয়ার্সের স্ট্রাইকরেট ৩৩৮.৬৩। ওয়ানডেতে ৫০ ছাড়ানো ইনিংসে যা সর্বোচ্চ স্ট্রাইকরেট।

একমাত্র
ওয়ানডেতে ব্যাটিংয়ে ৫০-এর বেশি গড় ও ১০০-এর বেশি স্ট্রাইকরেট আছে শুধু ডি ভিলিয়ার্সের।

টেস্টে টানা ম্যাচে ফিফটি
২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে টানা ১২ টেস্টে অন্তত একবার ফিফটি ছুঁয়েছেন ডি ভিলিয়ার্স। পরে এই রেকর্ডে ভাগ বসিয়েছেন ইংল্যান্ডের জো রুট। রেকর্ডের খুব কাছাকাছি গিয়েছিলো বাংলাদেশের মুমিনুল হক। 

শূন্যের অপেক্ষা
টেস্টে প্রথমবার শূন্য রানে আউট হওয়ার আগে সবচেয়ে বেশি ৭৮ ইনিংস ব্যাট করেছেন। রেকর্ড এটাও।

১১ ক্যাচ
২০১৩ সালে পাকিস্তানের বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে উইকেটকিপার হিসেবে ১১টি ক্যাচ নিয়ে ম্যাচে সবচেয়ে বেশি ডিসমিসালের রেকর্ডে জ্যাক রাসেলের পাশে বসেছেন।

প্রসঙ্গত, অতিমানবীয় এই ক্রিকেটার পারতেন সবই একবার টেস্টে ম্যাচ বাঁচাতে খেলেছেন ২২০ বলে ৩৩ রানের ইনিংস। 

গোনিউজ২৪/টিআই

খেলা বিভাগের আরো খবর