লর্ডসে পাক বোলারদের তাণ্ডবে অসহায় ইংলিশ ব্যাটসম্যানরা


তারিকুল প্রকাশিত: মে ২৫, ২০১৮, ০৯:০০ এএম
লর্ডসে পাক বোলারদের তাণ্ডবে অসহায় ইংলিশ ব্যাটসম্যানরা

লর্ডসে আবারো প্রমাণিত হল পাকিস্তান ‘আনপ্রেডিক্টেবল’ টিম। যেই ইংল্যান্ড সিরিজ নিয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের মনে শঙ্কার কালো মেঘ ছিলো সেই সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিনে ঐতিহাসিক লর্ডসে স্বাগতিক ইংল্যান্ডকে দাঁড়াতেই দিলো না হাসান আলী, আব্বাস, আমিররা। লর্ডসের সবুজাভ বোলিং সহায়ক পিচে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে ইংল্যান্ড। চা-বিরতির পরপরই মাত্র ১৮৪ রানে গুটিয়ে যায় রুট বাহিনী। প্রথম দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ৫০ রান।

পাকিস্তানের দুই ডানহাতি পেসার মোহাম্মদ আব্বাস ও হাসান আলী অনেকটা ভাগাভাগি করেই ইংল্যান্ডের উইকেট শিকার করলেন। মোহাম্মদ আব্বাস ১৪ ওভার বল করে ২৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। আর হাসান আলি ১৫.২ ওভার বল করে ৫১ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেন। একটি করে উইকেট নেন মোহাম্মদ আমির ও ফাহিম আশরাফ।

আব্বাস-হাসান আলীর গতির মুখে মাত্র ৪৩ রানেই ইংলিশদের ৩ উইকেট চলে গেলে কুক ও বেয়ারস্টো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। এই দুই ব্যাটসম্যানের ৫৭ রানের জুটিই ছিল ইংলিশদের প্রথম দিনের সবচেয়ে বড় জুটি। অলরাউন্ডার ফাহিম আশরাফের বলে আউট হওয়ার আগে ব্যাটিং অর্ডারে ওপরের দিকে খেলতে আসা বেয়ারস্টো করেন ২৭ রান।

সাদা পোষাকে রঙিন আব্বাস

ইংল্যান্ডের ব্যাটিং সেশনে আশার আলো হয়ে জ্বলেছে অ্যালিস্টার কুকের ব্যাট। মোহাম্মদ আমিরের বলে বোল্ড হওয়ার আগ পর্যন্ত অন্যদের আসা-যাওয়ার মাঝেও ১৪৮ বলে করেছেন ৭০ রান। বাকিদের মধ্যে বেন স্টোকস করেন ৩৮ রান। দীর্ঘ দিন পরে সাদা পোষাকে ফিরে বাটলার করেন মাত্র ১৪ রান। 

গোনিউজ২৪/টিআই

খেলা বিভাগের আরো খবর