ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সম্ভাব্য একাদশ


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ২৪, ২০১৮, ১১:২০ এএম
ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সম্ভাব্য একাদশ

বৃহস্পতিবার (২৪ মে) দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তান। লন্ডনের ঐতিহ্যবাহী লর্ডসে বাংলাদেশ সময় বিকাল চারটায় শুরু হবে ম্যাচটি। এর আগে সর্বশেষ ২০১৬ সালে মুখোমুখি হয়েছিল ক্রিকেটবিশ্বের জনপ্রিয় দু’দল। চার ম্যাচের টেস্ট সিরিজটি ২-২ ব্যধবানে শেষ হয়। যাতে সফরকারী হয়েও আধিপত্য দেখায় পাকিস্তান। 

যাই হোক, ফের একবছরেরও বেশি সময় পর পাকিস্তানকে আতিথিয়তা দিচ্ছে ইংলিশরা। এখন দেখার বিষয় একবছরের ব্যবধানে দুই দলে কেমন পরিবর্তন এসেছে।

আজকের ম্যাচে ইংল্যান্ডের হয়ে অভিষেক হতে পারে অফস্পিনার বেসের। কারণ নিজেদের চেনা-জানা মাঠে স্বাগতিকদের বিপক্ষে পাঁচ বোলার নিয়েই পয়দা লুটতে চায় ইংল্যান্ড। অন্যদিকে অপরিবর্তীত একাদশ নিয়ে মাঠে নামতে পারে পাকিস্তান। অর্থাৎ আয়ারল্যান্ডের বিপক্ষে উইনিং টিম নিয়েই খেলবে সরফরাজ বাহিনী।

বেস।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: আজহার আলী, ইমাম-উল-হক, হারিস সোহিল, আসাদ শফিক, বাবর আজম, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাদাব খান, ফাহিম আশরাফ, মোহাম্মদ আমির, মোহাম্মদ আব্বাস ও রাহাত আলী।। 

পজিশন-আয়ারল্যান্ডের মতো আজকের ম্যাচেও ওপেনিংয়ে দেখা যাবে আজহার আলী ও ইমাম-উল-হককে। এরপর ওয়ানডাউনে দেখা মিলবে হারিস সোহলকে। আর ক্যাপ্টেন সরফরাজ আহমেদের নেতৃত্বে মিডল অর্ডার সামলাবেন বাবর আজম ও সাদাব খান। লোয়ার অর্ডারের জন্য প্রস্তুত ফাহিম আশরাফ, মোহাম্মদ আমির, আব্বাস ও রাহাত আলী।

গোনিউজ২৪/আর
 

এ সম্পর্কিত আরও সংবাদ


খেলা বিভাগের আরো খবর