দলের সিনিয়র তারকার প্রশংসায় মাতলেন ধোনি


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ২৩, ২০১৮, ০৪:১২ পিএম
দলের সিনিয়র তারকার প্রশংসায় মাতলেন ধোনি

ওয়াংখেড়ের ‘ইজি উইন’ ম্যাচকে শেষ ওভারের টানটান উত্তেজনায় নিয়ে গিয়েছিলেন সানরাইজার্স বোলাররা।মঙ্গলবার (২২ মে) ১৪০ রান তাড়া করতে নেমে হিমশিম খেতে হয়েছে ধোনিব্রিগেডকে। কিন্তু শেষ অবধি ফ্যাফ ডু’ প্লেসির ৪২ বলে অপরাজিত ৬৭ রানের ইনিংস সুপার কিংসকে ফাইনালে তোলে। ম্যাচের পর ডু’প্লেসির প্রশংসা করেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

প্রোটিয়া তারকা ব্যাটসম্যানের অভিজ্ঞতাই তাকে এরকম টাফ ফাইটেও রান এনে দিয়েছে বলে জানান ধোনি। ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে চেন্নাই অধিনায়ক বলেন, ‘ফ্যাফের ইংনিসটা হচ্ছে সেইরকম একটা ইনিংস যেখানে অভিজ্ঞতা কাজে লাগে। এটা কখনোই সহজ ছিল না। বিশেষ করে যখন আপনি অনেকগুলো ম্যাচ খেলেননি। আমি সবসময় বলতাম ব্যাটের সঙ্গে সঙ্গেই নিজের মনকে ট্রেইনড করতে হবে। আপনাকে বুঝতে হবে আপনার কাজটা কি সেটা বুঝে খেলে যেতে হবে৷ ফাফ সত্যিই অসাধারণ খেলেছে।’

মঙ্গলবার সুপার কিংসের অবিশ্বাস্য জয় নিয়ে ধোনি বলেন, ‘ম্যাচ জিতলে আমি সবসময় খুশি হই৷ পয়েন্ট টেবলের দু’নম্বরে থাকার দরুন আমাদের কাছে আরো একটা সুযোগ ছিল৷ ওরা (সানরাইজার্স) অসাধারণ বল করেছে৷ ভুবি ভালো করেছে ওকে যোগ্য সঙ্গত দিয়েছে রশিদ খান। মিডল অর্ডারে চারটে উইকেট হারানো চাপে ফেলবেই। ওদের বোলিং স্কোয়াডে রশিদ সত্যিই অসাধারণ বোলার। এরকম ম্যাচ জেতা আনন্দের কিন্তু সঙ্গে আমাদের নিজেদের ভুলগুলো শুধরে নিতে হবে।’

এদিন শুরুতেই মাত্র ২৪ রানে ওয়াটসন, রায়না, রায়ডুকে হারায় চেন্নাই৷ তবে প্রথম ওভার বল করতে এসে চেন্নাইকে সবচেয়ে বড় ধাক্কাটা দেন সানরাইজার্সের সেরা স্পিন অস্ত্র রশিদ খান। আফগান স্পিনারের ভেলকিতে ৯ রানে বোল্ড হন মহেন্দ্র সিং ধোনি৷ অধিনায়ক ডাগ-আউটে ফেরার পর ধারাবাহিকভাবে উইকেট হারায় কিংসব্রিগেড। একমাত্র লড়াই করেন ওপেনার ফাফ ডু’প্লেসি৷ শেষ পর্যন্ত ৪২ বলে ৬৭ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন ডু’প্লেসি৷ পাঁচটি চার ও চারটি ছক্কা হাঁকিয়ে দলকে অপ্রত্যাশিত জয় এনে দেন সুপার কিংসের এই প্রোটিয়া ব্যাটসম্যান।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর