৭ম বারের মতো ফাইনালে ওঠার মিশনে চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ২২, ২০১৮, ০৬:৩১ পিএম
৭ম বারের মতো ফাইনালে ওঠার মিশনে চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ

চলতি আইপিএলে শুরু থেকেই বেশ ছন্দে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। সে সুবাধে অর্জন হয়েছে প্লে-অফে দ্বিতীয় সর্বোচ্চ দলের খেতাব। প্রথমার্ধে রাউন্ড রবিন নিয়মে চলা আইপিএল এখন প্লে-অফ পর্বে। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার (২২ মে) ভারতের ঐতিহ্যবাহী ওয়াংখেড় স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় লড়বে সানরাইজার্স হায়দরাবাদ ও চেন্নাই সুপার কিংস। 

ম্যাচটি শুরুর আগে জেনে নিন চেন্নাই সুপার কিংসের ছোট-খাট বিষয়াদি।

পিচ এন্ড কন্ডিশন
ওয়াংখেড় স্টেডিয়ামকে বলা হয় ব্যাটিং স্বর্গ। হাসি-ঠাট্টার ছলে এর আগে অনেক ধারাভাষ্যকারই বলেছেন, এখানে ব্যাটিংয়ের সময় চোখে রুমাল বেধে পিটালেও নাকি বল বাউন্ডারি-ওভার বাউন্ডারি হয়। তাই আজকের ম্যাচে ব্যাটসম্যানদের ওপর দায়িত্বভারটা একটু বেশিই থাকবে। সতর্ক থাকতে হবে বোলারদের।

অধিনায়কত্ব ও ব্যাটিংয়ে অনন্য ধোনি।

অধিনায়ক-মহেন্দ্র সিং ধোনি। ‘ক্যাপ্টেন কুল’ হিসেবে পরিচিত মহেন্দ্র সিংহ ধোনি দুই বছর নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা চেন্নাইকে আগলে রেখেছেন আপন সন্তানের মতো। তাই তো ভেঙ্গে পড়া দলটি এবারের আসরে শিরোপার অন্যতম দাবিদার।

পরিবর্তন- ডু প্লেসিসের পরিবর্তে সেরা একাদশে যোগ দিবেন শেন ওয়াটসন।

সম্ভাব্য একাদশ: শেন ওয়াটসন, আম্বাতি রাইডু, সুরেশ রায়না, সাম বিলিংস, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), ব্রাভো, রবিন্দ্র জাদেজা, দীপক হুদা, দীপক চাহার, হরভজন সিং, শার্দূল ঠাকুর ও লুঙ্গি এনগিদি।

দর্শকরাই চেন্নাইয়ের প্রাণ

পজিশন:
ওপেনার:শেন ওয়াটসন, আম্বাতি রাইডু।
ওয়ানডাউন: রায়না।
মিডল অর্ডার:সাম বিলিংস, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), ব্রাভো ও রবিন্দ্র জাদেজা।
লোয়ার অর্ডার: দীপক হুদা, দীপক চাহার, হরভজন সিং, শার্দূল ঠাকুর ও লুঙ্গি এনগিদি।

সম্ভাব্য পারফর্মার: লুঙ্গি এনগিদি। চেন্নাইয়ের সর্বশেষ ম্যাচে দারুণ স্পেলে প্রতিপক্ষকে ভুগিয়েছেন লুঙ্গি এনগিদি। এমনিতে চেন্নাইয়ের দুঃচিন্তার নাম ডেথ ওভার। বরাবরই দলটির বোলাররা শেষের দিকে এসে নিজেদের ছন্দ হারিয়ে ফেলেন। সেক্ষেত্রে এনগিদি চেন্নাইকে তুলে আনতে সাহায্য করবেন। 

চমক দেখাতে পারেন লুঙ্গি।

হেড টু হেড
মোট ম্যাচ-০৮
সানরাইজার্স হায়দরাবাদ-০২
চেন্নাই সুপার কিংস-০৬

যেসব চ্যানেল সরাসরি সম্প্রচার করবে-স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস হিন্দি, স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান।

প্রসঙ্গত, আইপিএল মিশনে এ নিয়ে নয়বার অংশ নিয়ে নয়বারই প্লে-অফ খেলেছে চেন্নাই। যার মধ্যে ছয়বার উঠেছে ফাইনালে। ট্রফিতে চুমো দেয়ার সৌভাগ্য হয়েছে দুইবার।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর