‘মুস্তাফিজুর দক্ষতাপূর্ণ, আমি প্রাণঘাতী’


প্রকাশিত: এপ্রিল ২৮, ২০১৬, ০৪:০৫ পিএম
‘মুস্তাফিজুর দক্ষতাপূর্ণ, আমি প্রাণঘাতী’

নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট মনে করেন আইপিএলে সানরাইজার্স দলে সেরা একাদশে থাকা দিনদিন অনেক কঠিন হয়ে পড়ছে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে জায়গা পেলেও সেরা একাদশে খেলা হয়নি তার। কারণ টিম ম্যানেজমেন্ট তাকে ছাড়া দল গঠনে বেশি বিশ্বাসী ছিলেন।

ভারতের একটি অনলাইন পোর্টাল ক্রিকেট ট্রাকার তার সাক্ষাৎকার আজ প্রকাশ করেছেন। সেখানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, দলে জায়গা পাওয়া নিয়ে তার কি মন্তব্য আছে। তখন উত্তরে তিনি জানান, আমাদের দলে যে রকম বোলার রয়েছে সেখানে চান্স পাওয়া অনেক কষ্টকর। কিন্তু তিনি বলেছেন যে, সুযোগ পেলে তিনিও নিজের সেরাটা দেয়ার অপেক্ষায় রয়েছেন।

তিনি বলেন, ‘সঠিক ব্যালেন্স বের করার জন্য অনেক কৌশলের প্রয়োজন। আমাদের দল অনেক ভাল ফর্মে আছে। আমরা অনেক ভাল ক্রিকেট খেলছি, গতকাল রাতের খেলাও অনেক ভাল ছিল। আমাদের স্কোয়াডে অনেক ভাল ভাল কোয়ালিটি রয়েছে। মুস্তাফিজ বরাবরের মত ভাল খেলে যাচ্ছেন। ভুবিও খুব ভাল খেলছেন, যে বরাবর উইকেট পাচ্ছে এবং নেহেরাও ভাল খেলছেন। এটা খুব ভাল প্রতিযোগিতা চলছে। আমি আশা করছি, আমি খেলতে পারলেও সকলের মত ভাল করার চেষ্টা করব।’

মুস্তাফিজুর ও তার মধ্যে কি ধরণের পার্থক্য রয়েছে তা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি মনে করি আমার সুইং বোলিং দিয়ে আমি প্রাণঘাতী হয়ে উঠতে পারি এবং উইকেট শিকারও করতে পারি। আমরা দুইজন একদম আলাদা ধরণের খেলোয়াড়। যেখানে আমি প্রাণঘাতী হয়ে উঠতে পারি সেখানে ফিজ অনেক দক্ষতাপূর্ণ। তার পেসগুলোর মাঝে ভিন্নতা থাকে। তার ইওর্কার তো চমৎকার। কিন্তু প্রত্যেকে ভিন্ন ধরণের খেলা উপস্থাপন করে।’

এস কে 

 

খেলা বিভাগের আরো খবর