হজকে ছাড়িয়ে গেলেন মুশফিকুর


প্রকাশিত: নভেম্বর ২৮, ২০১৫, ১১:১৪ এএম
হজকে ছাড়িয়ে গেলেন মুশফিকুর

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর সর্বোচ্চ রানের মালিক এখন মুশফিকুর রহিম। শীর্ষে উঠতে মুশফিকুর রহিম পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার ব্রাড হজকে।

২৮ ম্যাচে মুশফিকুর রহিমের রান ৭৭২। অন্যদিকে ব্রাড হজের রান ৭৫৬। ব্রাড হজ খেলেছেন ২৩ ম্যাচ।

শুক্রবার ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে ২৩ রান করেন মুশফিকুর রহিম। নিজের দল সিলেট সুপারস্টার্স ধারাবাহিকভাবে ব্যর্থ হলেও মুশফিকুর রহিমের ব্যাট থেকে নিয়মিত রান আসছে। প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৫০ রানের পর দ্বিতীয় ম্যাচে গোল্ডেন ডাক মারেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। তৃতীয় ম্যাচে তার ব্যাট থেকে আসে ২৫ রান।

৭৭২ রান মুশফিকুর রহিম করেছেন ৪০.৬৩ গড়ে। স্ট্রাইক রেট ১২৬.৯৭। হাফসেঞ্চুরির স্বাদ পেয়েছেন পাঁচটি ইনিংসে। সর্বোচ্চ রান ৮৬।

অপরদিকে দুইয়ে নেমে যাওয়া ব্রাড হজ তৃতীয় আসরে সিলেট সুপারস্টার্সের হয়ে খেলার কথা ছিল। কিন্তু এখনো সে আসেনি। প্রথম দুই আসরে বরিশাল বার্নাসের হয়ে খেলা হজ ২৩ ম্যাচে ৪২.০০ গড়ে করেছেন ৭৫৬ রান। স্ট্রাইক রেট ১৩৩.৮০। হাফসেঞ্চুরি আছে সাতটি। সর্বোচ্চ রান ৭০*।

এদিকে তিনেই আছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এ অলরাউন্ডার ২৭ ম্যাচে করেছেন ৬৭৩ রান। গড় রান ৩৩.৬৫। স্ট্রাইক রেট ১৪৩.১৯। তিনটি হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন বাহাতি এ অলরাউন্ডার।

জাআ

 

শীর্ষ পাঁচে থাকা অন্য দুই ক্রিকেটার হল মোহাম্মদ আশরাফুল (৬১৬) ও এনামুল হক বিজয় (৬১১)।

খেলা বিভাগের আরো খবর