ভারতের রহস্যজনক বোলারের আদর্শ ওয়াসিম আকরাম


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৩, ২০১৮, ০৯:৩৭ এএম
ভারতের রহস্যজনক বোলারের আদর্শ ওয়াসিম আকরাম

যতই দিন গড়াচ্ছে ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরীতা বাড়ছে। রাজনৈতিক বৈরীতার কারনে জমজমাট ভারতে-পাকিস্তান লড়াই এখন আর দেখা যায় না। রাজনৈতিক অঙ্গন ছাড়াও দুই দেশের ক্রিকেটাররা হরহামেশাই কথার যুদ্ধে জড়িয়ে পড়ে। একই কারনে ভারতের জমজমাট আইপিএলে নিষিদ্ধ পাকিস্তানি ক্রিকেটার।

দু‘দেশের এমন বৈরী সম্পর্কের মাঝে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের একজন জানালেন এক বিস্ময়কর তথ্য। তিনি ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালক চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। রহস্যজনক স্পিনের জন্য অল্প সময়েই আলোচনায় এই তরুণ।

সম্প্রতি ভারতের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কুলদীপ যাদব জানান তার স্বপ্নের নায়কের কথা।কুলদীপ বলেন,‘ ছোট বেলা থেকেই আমার আদর্শ ওয়াসীম আকরাম। কেকেআরে আসার পরে প্রথম যে দিন ওয়াসিম আকরামের সঙ্গে দেখা হয়েছিল, আমি যেন  আনন্দে আকাশে ভাসছিলাম। আমার জীবনের লক্ষ্য ছিল ফাস্ট বোলার হব। আর স্বপ্ন দেখতাম, ওয়াসিম আকরমকে মতো বল করব। কেকেআর শিবিরে প্রথম বার দেখা হওয়ার দিনে আমি সেই স্বপ্নের কথা ওকে বলি।’ শুনে উনি বললেন, ‘ভাল হয়েছে ফাস্ট বোলিং করিসনি। তা হলে আমার সঙ্গে দেখাই হত না।’

উনি আমাকে কিছু উপদেশ দেন। তিনি বলেন, ‘বোলারকে আক্রমণাত্মক মানসিকতার হতে হয়। সে ফাস্ট বোলারই হোক কী স্পিনার। চিন্তাভাবনায় রক্ষণাত্মক হলে সেই বোলার তার দলের ওপর কোনও প্রভাব ফেলতে পারে না। এখনও এটা মনে রেখেছি আমি।’

২০১৪ সাল থেকে আমি কলকাতার হয়ে খেলি। প্রথম বছর খেলার সুযোগই পাইনি। ডাগ-আউটে আমি ওয়াসীম স্যারের সাথে বসতাম। খুব উৎসাহ দিতেন। এত বড় এক জন কিংবদন্তি হয়েও প্রিয় বন্ধুর মতো আচরণ করতো। ম্যাচ পরিস্থিতি খুব ভাল বোঝাতে পারতেন উনি। ডাগ-আউটে বসে আমরা সারাক্ষণ কথা বলতাম। ব্যাটসম্যান যখন মারবে, কী করা উচিত? যে দিন ছন্দ পাচ্ছি না, কী করব? কোন ব্যাটসম্যানের বিরুদ্ধে কী ধরনের ফিল্ডিং সাজানো দরকার? সব কিছু বলে দিতেন উনি।ওনার মতো কিংবদন্তিকে পাশে পেয়েছিলাম বলে খুব দ্রুত পরিণত হয়ে যাই আমি।’

ইতোমধ্যে ভারতীয় জাতীয় দলের বোলিং ভরসার অন্যতম নাম কুলদীপ। জাদেজা-অশ্বিন জুটির বিকল্প হিসেবে কুলদীপ-চাহালেকে ভাবতে শুরু করেছে ভারত। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে ভারতীয় দলের নিয়মিত মুখ এই দু‘জন। 
    
গোনিউজ২৪/টিআই
 

খেলা বিভাগের আরো খবর