জয়ের রেসে ফিরতে কোহলির বেঙ্গালুরে ২ পরিবর্তন


তারিকুল প্রকাশিত: এপ্রিল ২১, ২০১৮, ০৫:৪২ পিএম
জয়ের রেসে ফিরতে কোহলির বেঙ্গালুরে ২ পরিবর্তন

বরাবরের মতো আইপিএলের একাদশে আসরেও শক্তিশালী দল গঠন করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টি-টোয়ান্টির রাঘোব বোয়ালদের নিয়ে আসরে এখনো সেরা ছন্দে ফিরতে পারেনি কোহলির বেঙ্গালুরু। নিজেদের প্রথম ম্যাচে জয় পেলেও এরপর টানা তিন হার। হারের বৃত্ত থেকে বেরিয়ে আসতে আজ কোহিলের একাদশে আসছে ২ পরিবর্তন।

বাংলাদেশ সমরাত ৮.৩০ মিনিটে বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের সবচেয়ে তলানির দল দিল্লি ডেয়ারডেভিলসের মোকাবেলা করবে বেঙ্গালুরু। খেলাটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশি চ্যানেল নাইনসহ, স্টার স্পোর্টস, স্টার জলসা ও স্টার মা। 
মাঠে নামরা আগে এক নজরে দেখে নেওয়া যাক বেঙ্গালুরুর খুঁটিনাটি বিষয়াদি। 

পরিবর্তন
আজকের ম্যাচটিতে অলিখিত ফেভারিট ধরা হয় দিল্লি বেঙ্গালুরুকে। ২০১১ সালের পর থেকে দশ ম্যাচের মাত্র ১ টিতে জয় পেয়েছে দিল্লি। তাই শক্তিশালী দল নিয়ে এগিয়ে থাকবে কোহতিল এন্ড কোং। জয়ের রেসে ফিরতে এই ম্যাচে একাদশে ২ পরিবর্তন আনছে কোহলিরা। কোরি এন্ডারসনের পরিবর্তে একাদশে ফিরতে পারে আরকে কিউই অলরাউন্ডার কোলিন ডি গ্রান্ড হোম। ইংলিশ পেসার ক্রিস ওকসের পরিবতে একাদশে দেখা যাবে কিউই পেসার টিম সাউদিকে। 

পজিশন
ওপেনিংয়ে সফল কোহিলির সাথে কোয়ান্টন ডি কক। তিন নম্বরে থাকবেন প্রোটিয়া ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। মিডল অর্ডারে আছে দুই ভারতীয় মানদীপ সিং ও সরফরাজ খান। পাওয়ার হিটার কোলিন ডি গ্রান্ড হোমের সাথে আছে রিষ্ট স্পিনার ওয়াসিংটন সুন্দর। সাউদি, উমেশ যাদব, যুবেন্দ চাহাল ও সুন্দরদের নিয়ে দারুণ একটি বোলিং উইনিট রয়েছে কোহলির হাতে। 

ট্রাম্প কার্ড
দিল্লির জন্য সবচেয়ে বড় হুমকির কারন হতে পারে নিজ শহরে খেলতে নামা ফর্মের তুঙ্গে তাকা বেঙ্গালুরু অধিনায়ক কোহলি। এছাড়া ডি ভিলিয়ার্স দিল্লির বোলারদের লন্ডভন্ড করে দিতে পারে। দিল্লির বিপক্ষে তার ট্রাক রেকর্ড বেশ ঈর্শণীয়। ৫ টি-২০তে দিল্লির ক্রিস মরিসের বিপক্ষে ২১ বল খেলে ৫০ রান করে মিঃ ৩৬০ ডিগ্রি।

হেড টু হেড
ম্যাচ-১৯
রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালুরু-১১
দিল্লি ডেয়ারডেভিরস-৬
টাই-১
পরিত্যাক্ত-১

বিদেশি কোটায় চার প্লেয়ারঃ ডি কক, ডি ভিলিয়ার্স, কোলিন ডি গ্রান্ড হোম, টিম সাউদি।

বেঙ্গালুরুর সম্ভাব্য একাদশঃ ডি কক, বিরাট কোহলি, ডি ভিলিয়ার্স,মানদীপ সিং, সরফরাজ খান, কোলিন ডি গ্রান্ড হোম, ওয়াসিংটন সুন্দর, উমেশ যাদব, যুবেন্দ চাহাল, টিম সাউদি, মোহাম্মদ সিরাজ।
গোনিউজ২৪/টিআই

এ সম্পর্কিত আরও সংবাদ


খেলা বিভাগের আরো খবর