রাজস্থানের সামনে পাহাড়সম টার্গেট চেন্নাইয়ের


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২০, ২০১৮, ১০:১২ পিএম
রাজস্থানের সামনে পাহাড়সম টার্গেট চেন্নাইয়ের

শেন ওয়াটসনের শতক রায়নাদের ব্যাটিং তাণ্ডবের ওপর ভর করে রাজস্থান রয়্যালের সামনে পাহাড়সম টার্গেট দাঁড় করিয়েছে চেন্নাই। নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে রয়্যালসের ২০৫ রানের বিশাল টার্গেট দেয় ধোনির বাহিনী।

প্রথমে ধোনির চেন্নাই সুপারকিংসের বিরুদ্ধে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস। অম্বাতি রাইডুকে সঙ্গে নিয়ে দারুণ সূচনা করে চেন্নাই। দলীয় ৫০ রানের মাথায় ওপেনার অম্বাতি রাইডু ব্যক্তিগত বারো রানের মাথায় আউট হন। এরপর একপ্রান্ত থেকে ইনজুরি কাটিয়ে ফিরে আসা রায়না এবং অন্যপ্রান্ত থেকে ব্যাটিং তাণ্ডব চালায় ওয়াটসন। পরে রায়না ২৯/৪৬, ধোনি ৩/৫, স্যাম বিলিংস ৭/৩ ও ওয়াটসন ৫৭/১০৬ রান করে আউট হন।

ডোয়াইন ব্রাভো ১৬ বলে ২৪ ও রবীন্দ্র জাদেজা ২ বলে ১ রান করে অপরাজিত থাকেন। ফলে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২০৪ রান সংগ্রহ করে চেন্নাই।

রয়্যালদের হয়ে তিনটি উইকেট নেন শ্রেয়াস গোপাল এবং দুটি উিইকেট নেন বেন লাফলিন ।

গোনিউজ২৪/এএস
 

খেলা বিভাগের আরো খবর