চলে গেলেন ‘মোহামেডানের মনু’


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২০, ২০১৮, ০৬:০৭ পিএম
চলে গেলেন ‘মোহামেডানের মনু’

দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভোগার পর শুক্রবার (২০ এপ্রিল) দুপুর ১২টায় বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন মনির হোসেন মনু।

তার আসল নাম মনির হোসেন। কিন্তু আশির দশকের শেষ দিকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে যাদের নিয়মিত যাতায়াত ছিল, তাদের কাছে তিনি ‘মনু’ নামেই বেশি পরিচিত। মোহামেডানের সমর্থকদের কাছে ‘কালো চিতা’ নামেও পরিচিত ছিলেন।

১৯৮৭ সালে প্রেসিডেন্ট গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় চীনের গোয়াংডং ক্লাবের বিপক্ষে ডি বক্সের বাইরে থেকে নেয়া শট চমকে দিয়েছিল চীনা গোল রক্ষককে। মনু ১৯৮৭ সাল পর্যন্তই ছিলেন মোহামেডানে।

এরপর ১৯৮৮ সালে চলে যান ইয়ংমেন্স ফকিরেরপুল ক্লাবে। সে সময়ের মাঠ মাতানো এই তারকা ফুটবলার তখন বেশিদূর আর আগাতে পারেননি চোটের কারণে।

অবশেষে আজ না ফেরার দেশে চলে গেলেন আশির দশকের মাঠ মাতানো ‘মনু’।

গোনিউজ২৪/এএস
 

খেলা বিভাগের আরো খবর