বাদ পড়া মোসাদ্দেকের সেঞ্চুরি


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২০, ২০১৮, ০৫:৫৬ পিএম
বাদ পড়া মোসাদ্দেকের সেঞ্চুরি

আগমনেই দ্যুতি ছড়িয়েছিলেন। ব্যাটে-বলে চমক লাগিয়ে দেন শুরুতে। তবে চোখের সংক্রমণে আক্রান্ত হয়ে হঠাৎ আড়াল হয়ে গেলেন দৃশ্যপট থেকে। মোসাদ্দেক হোসেন দুদিন আগে বাদ পড়েছেন বিসিবির চুক্তি থেকেও। হতাশা হলেও ফিরে আসার চ্যালেঞ্জটা নিয়েছেন। সেটির অংশ হিসেবে শুক্রবার (২০ এপ্রিল)  রাজশাহীতে সেঞ্চুরি করেছেন মোসাদ্দেক।

রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল কাল দিন শেষ করেছে ৬ উইকেট ৩৪৮ রান তুলে। ২২ রানে অপরাজিত ছিলেন আটে নামা মোসাদ্দেক। লেজের ব্যাটসম্যানদের নিয়ে আজ সকাল থেকে খেলতে শুরু করেন ওয়ানডে স্টাইলে! নাঈম হাসানকে নিয়ে অষ্টম উইকেট জুটিতে ১৩১ বলে গড়েন ১২১ রানের জুটি। ১০৭ বলে অপরাজিত থাকেন ১০২ রানে। ১০ চার আর ৪ ছক্কায় ইনিংসটা সাজানো মোসাদ্দেকের ৯৫.৩২ স্ট্রাইকরেট দেখে কে বলবে চার দিনের ম্যাচ খেলছেন! ফলে মোহাম্মদ মিঠুন ও মোসাদ্দেকের সেঞ্চুরিতে ৮ উইকেট হারিয়ে ৪৮৪ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে সাউথ।

পরে ৩৭৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সেন্ট্রালরা ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলার পর ড্র হয়ে যায় ম্যাচটি।

পারফরম্যান্সের কারণে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। অথচ চোটের সংক্রমণে আক্রান্ত হয়ে খেলতেই পারেননি দীর্ঘদিন। ফেরার পর পছন্দসই ব্যাটিং অর্ডারেও নামতে পারছেন না। রাজশাহীতে চলমান বিসিএলের পঞ্চম রাউন্ডে প্রথম ইনিংসে নেমেছেন সাতে। দ্বিতীয় ইনিংসে সুযোগ পেয়েছেন আটে। 

এই ম্যাচটিতে প্রথম বল হাতে দারুণ পারফরম্যান্স করেছেন  আব্দুর রাজ্জাক। প্রথম ইনিংসে ৬ এর্ং দ্বিতীয় ইনিংসে নেন তিন উইকেট। দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন সাউথ জোনের এ বাঁহাতি স্পিনার।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর