গেইলদের মুখে পড়ার আগে নাইটদের যা মাথায় রাখতে হবে


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২০, ২০১৮, ০৪:৫০ পিএম
গেইলদের মুখে পড়ার আগে নাইটদের যা মাথায় রাখতে হবে

উত্তর ভারতে প্রবল ‘ঝড়’ উঠেছে। মোহালিতে দু’দিনের যে ঝড়ে চেন্নাই এবং হায়দরাবাদ উড়ে গিয়েছে। শনিবার (২১ এপ্রিল) বিকেলে সেই ঝড় আসছে ইডেনে। সেই ঝড়ের নাম অবশ্যই বুঝতে পেরেছেন। ক্রিস্টোফার হেনরি গেল নামক বাঁহাতি সেই ঝড় কতটা জোরে ইডেনে আছড়ে পড়বে, তার উপর অনেকটাই নির্ভর করবে কলকাতা নাইট রাইডার্স বনাম কিংস ইলেভেন পাঞ্জাব ম্যাচের ভাগ্য। গেইল-সহ পাঞ্জাবকে ঠেকাতে কী গেমপ্ল্যান করা উচিত নাইটদের?সেই ব্যাপারা বিশদ আলোচনা করলাম।

এক: গেলকে আটকাতে হবে প্রথমেই। প্রয়োজনে প্রথমেই দলের সেরা অস্ত্র নারাইনকে আনতে হবে। 

দুই: এক দিকে স্পিন আনলেও অন্য দিকে পেসার দিয়ে আক্রমণ শানাতে হবে। শিভম মাভির মতো দ্রুত গতির পেসার এনে প্রথমেই গেলকে চমকে দেওয়া যেতে পারে। 

তিন: রশিদ খানের বলে ১৪ রানে গেলের ক্যাচ ফেলেন ঋদ্ধি। নাইটদের এ ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে। গেলের ক্যাচ ছাড়লে কী হতে পারে তার প্রমাণ পেয়েছে হায়দরাবাদ।

চার: শুধু গেল নয়, ফর্মে থাকা লোকেশ রাহুল, ফিঞ্চের কথাও মাথায় রাখতে হবে। গত ম্যাচে রাহুল তেমন কিছু না করতে পারলেও দিল্লির বিরুদ্ধে তাঁর ১৬ বলে ৫১ রানের ইনিংসের কথা মাথায় রাখতেই হবে।

লোকেশ রাহুল

পাঁচ: গত ম্যাচে যথেষ্ট প্রাধান্য দেখিয়েই জিতেছে নাইট রাইডার্স। যার প্রধান কৃতিত্ব যাবে তিন স্পিনারের উপর। স্পিন প্রধান দল হওয়ায় চাওলা-নারাইনদের ভাল বল করতেই হবে। 

সর্বোপরি ব্যাট-বল উভয় ফর্মেটে  জ্বলে উঠতে হবে কেকেআরকে। তাহলে হয়ত মোকাবেলা করতে পাড়বে কিংসদের সাথে।

 গোগোনিউজ২৪/এএস
 

খেলা বিভাগের আরো খবর