চেন্নাইয়ে বিরুদ্ধে রাজস্থান একাদশে ২ নুতন মুখ


তারিকুল প্রকাশিত: এপ্রিল ২০, ২০১৮, ০৩:৩১ পিএম
চেন্নাইয়ে বিরুদ্ধে রাজস্থান একাদশে ২ নুতন মুখ

আইপিএলে সিজন ইলেভেনে সবচেয়ে তারুন্য নির্ভর দল গঠন করেছে রাজস্থান রয়্যালস। তার উপর সবচেয়ে বড় ধাক্কা অধিনায়ক স্টিভেন স্মিথকে না পাওয়া। তাই অনেকটা বাধ্য হয়েই অজিঙ্কা রাহানের হাতে দায়িত্ব তুলে দেওয়া। চড়া মূলে স্টোকস, উনাদকাট, রাহানের কিনলেও আশানরূপ পারফরম্যান্স করতে পাড়ছে না কেউ।এখন পর্যন্ত দলটি তাদের সেরা কম্বিনেশন খুঁজে পায়নি। অন্যদিকে অভিজ্ঞদের নিয়ে ভারষাম্যপূর্ণ ধোনির চেন্নাই। 

যেখানে তুরুপের তাস ধোনি নিজেই।বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে চেন্নাইয়ের নতুন ভেন্যু পুনের মহারাষ্ট্রে ক্রিকেট অ্যাসোসিয়েসন স্টেডিয়ামে মুখোমুখি হবে দু‘দল।খেলাটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশি চ্যানেল নাইনসহ, স্টার স্পোর্টস, স্টার জলসা ও স্টার মা। মাঠে নামার আগে এক ঝলকে দেখে নেওয়া যাক রাজস্থানের খুঁটিনাটি বিষয়াদি।

পরিবর্তন
টানা চার ম্যাচে সুযোগ পেয়েও নিজেকে প্রমাণ করতে ব্যর্থ বিগ ব্যাশের সর্বোচ্চ রান সংগ্রাহক অজি ওপেনার ডি‘অর্কে শর্ট। তাই এই ম্যাচে শর্টের পরিবর্তে আইপিএলে অভিষেক হতে পারে প্রোটিয়া ব্যাটসম্যান হেনরিচ ক্লাসেন। অন্যদিকে ইনজুরি মক্ত জফরা আরচার প্রথমবারের মতো একাদশে সুযোগ পেতে পারে। সেক্ষেত্রে জায়গা হারাবে বেন লিগলেন। 

পজিশন
শর্ট বাদ পড়লে রাহানের সাথে ওপেনিংয়ে দেখা যাবে রাহুল ত্রিপাঠীকে। তিন নাম্বারে থাকবেন ভারতের উঠতি হার্ড হিটার সঞ্জু স্যামসন। মিডল অর্ডারে অলরাউন্ডার বেন স্টোকসের সাথে আছেন হ্যানরিচ ক্যালাচেন। জস বাটলার ও কৃষ্ণপ্পা গৌতম ব্যাট হাতে ঝড় তোলার অপেক্ষায় থাকবেন স্লগ ওভারে। ভালো ব্যাট চালাতে পারেন আরচারও।

ট্রাম্প কার্ড
চলমান আইপিএলে দূর্দান্ত খেলছেন সঞ্জু স্যামসন।ধোনির পরিকল্পনার বড় অংশ জুড়ে থাকবে স্যামসন। নিজের দিনে জস বাটলার কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা ক্রিকেট দুনিয়ার ভালোই জানা। রাহানের অন্যতম ট্রাম্প কার্ড হতে পারে অলরাউন্ডার বেন স্টোকস। যদিও তার সাম্প্রতিক পারফরম্যান্স আশানরূপ নয়।  

হেড টু হেড
ম্যাচ-১৭
চেন্নাই  সুপার কিংস-১১
রাজস্থান র‌য়্যালস-৬

বিদেশি কোটায় চার ক্রিকেটারঃ বেন স্টোকস, জস বাটলার, জফরা আরচার, হেনরিচ ক্লাসেন। 

রাজস্থানের সম্ভাব্য একাদশঃ অজিঙ্কা রাহানে (অধিনায়ক), রাহুল ত্রিপাঠি, সঞ্জু স্যামসন, হেনরিচ ক্লাসেন (উইকেটকিপার), বেন স্টোকস, জস বাটলার, কৃষ্ণপ্পা গৌতম, জফরা আরচার, শ্রেয়াশ গোপাল, ধওয়াল কুলকার্নি, জয়দেব উনাদকাট।

গোনিউজ২৪/টিআই 
 

এ সম্পর্কিত আরও সংবাদ


খেলা বিভাগের আরো খবর