‘১০০ বলের টুর্নামেন্ট’ নিয়ে কে কি বললেন


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২০, ২০১৮, ১২:৫৭ পিএম
‘১০০ বলের টুর্নামেন্ট’ নিয়ে কে কি বললেন

১০০ বলের ইনিংসে এক নতুন ফরম্যাটের ক্রিকেট চালু করতে যাচ্ছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। আটটি দল নিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বিশ্বের প্রভাবশালী ক্রিকেট বোর্ডটি।

নতুন ফরম্যাটে ইনিংস হবে ১৫ ওভার এবং শেষ ওভার ১০ বলের৷ অর্থাৎ মোট ১০০ বলের। যা টি-২০ ফরম্যাটের থেকেও ছোট৷ বৃহস্পতিবার (১৯ এপ্রিল) ইসিবি চেয়ারম্যান, ফাস্ট ক্লাস কাউন্টির চিফ একজিকিউটিভ ও এমসিসি এই নতুন ফরম্যাটের টুর্নামেন্টের প্রস্তাব দেয়।  চিফ একজিকিউটিভ টম হ্যারিসন বলেন, ‘এটা সম্পূর্ণ নতুন আইডিয়া। যা নতুন প্রজন্মকে আকৃষ্ট করবে। ক্রিকেটের প্রতি তাদের আগ্রহ বাড়বে।’

ক্রিকেটের নতুন সংস্করণ নিয়ে বেশ আলোচনা হচ্ছে বিশ্ব ক্রিকেট পাড়ায়। এর পক্ষে-বিপক্ষে কথা বলছেন অনেকে। 

নতুন এই সংস্করণ নিয়ে সাবেক ক্রিকেটার মাইকেল বন বলেছেন, ‘ক্রিকেট এখন পাঁচ-চার-তিন-দুই দিনের। ৫০ ওভার, ৪০ ওভার ২০ ওভারের। টি-১০ লিগ এবং ১০০ বলের। আমাদের মহান খেলা ক্রিকেটে মনযোগ দেয়ার জন্য শুভ কামনা বোর্ডকে।’

তিনি আরো বলেছেন, ‘এটি তৈরিতে কিছুটা হলেও বিভ্রান্ত হতে পারে। তবে আমি মনে করি এটি বেশ মজার এবং রোমাঞ্চর হবে।’ 

ক্রিকেট ধারাভাষ্যকার অ্যালিসন মিচেল বলেছেন, প্রথম আমাদের ক্রিকেটে অন্যান্য ফরম্যাটের প্রয়োজন আছে। কিন্তু ১৫ ওভারের খেলায় শেষ ওভার ১০ বল। এটি আনন্দের খোরাক।-ক্রিকবাজ

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর