চেন্নাইয়ের জন্য সুংসবাদ, অন্যদলের দুঃসংবাদ!


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৬, ২০১৮, ০৩:৪৪ পিএম
চেন্নাইয়ের জন্য সুংসবাদ, অন্যদলের দুঃসংবাদ!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম ম্যাচে ব্যাট হাতে নেমে রীতিমত ব্যাটিং ঝড় তুলেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। পাঞ্চাবের জয়ে দিনে ৩৩ বলে ৬৩ রানের ইনিংস খেলেন তিনি। এদিন নিয়মিত ওপেনার লোকেশ রাহুলের সঙ্গী হন গেইল। প্রথম দুটি ম্যাচে সাইড বেঞ্চে বসে থাকার পর তৃতীয় ম্যাচে নামানো হয় তাকে। আর নেমেই স্টেডিয়াম ভর্তি দর্শকের মাঝে বাড়তি বিনোদন সঞ্চার করেন বিশ্বসেরা এই মারকুটে ব্যাটসম্যান। ম্যাচটিতে গেইলের পাশাপাশি নিজের ধারা অব্যহত রাখার চেষ্টা করেন লোকেশ রাহুল। তিনিও ২২ বলে ৩৭ রানের ইনিংস খেলেন। 

এখন পাঞ্চাব ভক্তরা বলতেই পারেন ‘গেইল-রাহুল থাকতে কিসের চিন্তা পাঞ্চাবের?’ ভক্তদের মনের কথাই বুঝাতে চেয়েছেন ওপেনার লোকেশ রাহুল। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ছন্নময় দল নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। বলেছেন, ‘ক্রিস গেইল যেভাবে হিট করে খেলছেন তা আমাদের জন্য সুংসবাদ এবং অন্য দলগুলোর জন্য দুঃসংবাদ।’

এছাড়া তিনি বলেন, ‘আইপিএলে প্রত্যেক দলই ভালো। আমরা আমাদের লক্ষ্যে এগোচ্ছি। এখন আমাদের চিন্তা কিভাবে হায়দরাবাদ থেকে ভালো করা যায়।’

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর