ম্যানইউর হারে শিরোপা গার্দিওলার ম্যানসিটির


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৬, ২০১৮, ০৯:৫৪ এএম
ম্যানইউর হারে শিরোপা গার্দিওলার ম্যানসিটির

এটা যেন এখন একটা চিরন্তন সত্যতে পরিণত হয়েছে গার্দিওলা যেখানে শিরোপা সেথানে। লিগের শুরু থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিলো দূর্দান্ত খেলতে থাকা পেপ গার্দিওলার শীষ্যরা। লিগের শেষদিকে ব্যবধানটা এমন দাঁড়ায় যে ম্যানসিটির শিরোপা জয় এখন সময়ের ব্যাপার মাত্র। অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ। রোববার রাতে নগর প্রতিদ্বন্দ্বী ওয়েস্টব্রমের বিপক্ষে ১-০ ব্যবধানে হারে হোসে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেড। 

যার ফলে  পাঁচ ম্যাচ বাকী থাকতে দ্বিতীয় স্থানে থাকা ম্যানইউ আর শীর্ষে থাকা ম্যানসিটির মধ্যে ব্যবধান হয়ে গেছে ১৬ পয়েন্টের। এখান থেকে আর কোনো ভাবেই সিটিজেনদের ধরা সম্ভব নয় ইউনাইটেডের। ফলে হোসে মরিনহোর দলের পরাজয়ে শিরোপা নিশ্চিত হয়ে গেছে পেপ গার্দিওলার দলের।

শেষ সাত মৌসুমে দুইবার প্রিমিয়ার লিগ শিরোপা জিতলো ম্যানসিটি। কোচ হিসেবে গার্দিওলার প্রথম প্রিমিয়াল লিগ শিরোপা। বার্সেলোনা এবং বায়ার্ন মিউনিখের সাবেক কোচের সবমিলে এটি ২৪তম ট্রফি।

গোনিউজ/টিআই

এ সম্পর্কিত আরও সংবাদ


খেলা বিভাগের আরো খবর