কমনওয়েলথ গেমস: ৫০ মিটার রাইফেল প্রোনে রূপো তেজস্বিনীর


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১২, ২০১৮, ০২:০১ পিএম
কমনওয়েলথ গেমস: ৫০ মিটার রাইফেল প্রোনে রূপো তেজস্বিনীর

অস্ট্রেলিয়ায় চলতি ২১ তম কমনওয়েলথ গেমসে ৫০ মি রাইফেল প্রোন ইভেন্টে ভারতকে রূপো এনে দিলেন অভিজ্ঞ তেজস্বিনী সবন্ত। ছয়টি সিরিজে ১০২.১, ১০২.৪, ১০৩.৩, ১০২.৮, ১০৩.৭, ১০৪.৬ শট মেরে মোট ৬১৮.৯ স্কোর পরে কমনওয়েলথ গেমসে তার ষষ্ঠ পদকটি জিতে নিলেন তেজস্বিনী।

অন্য ভারতীয় শ্যুটার অঞ্জুম মৌদগিল ৬০২.২ স্কোর করে ১৬ তম স্থানে শেষ করেছেন। এই ইভেন্টে সোনা জিতেছেন মার্টিনা লিন্ডসে ভেলোসো।  স্কটল্যান্ডের ব্রোঞ্চ পেয়েছেন।

দেশের হয়ে কমনওয়েলথ গেমসে ফের মেডেল জিততে পেরে খুশি তেজস্বিনী। তিনি বলেছেন, আর সামান্য হাওয়া বইছিল। কিন্তু এতে অসুবিধা কিছু হয়নি।এবার তার লক্ষ্য ২০২০-র টোকিও অলিম্পিক্স। তবে তার আগে চলতি বছরের এশিয়ান গেমস (জাকার্তা) এবং দক্ষিণ কোরিয়ায় বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন তিনি।

গোনিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর