বার্সা সাম্রাজ্যের পতন!


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১১, ২০১৮, ০২:৩৬ পিএম
বার্সা সাম্রাজ্যের পতন!

ইউরোপা সেরার দৌড়ে হেভিওয়েট বার্সাকে ছিটকে দিয়ে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এই প্রথম সেমিতে উঠল রোমা। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের লড়াই মেসি,সুয়ারেজরা খাতাই খুলতে পারলেন না। জেকো, দি রোসি ও কোস্তাসের গোলে ৩-০ বার্সাকে হারল রোমা।

বার্সেলোনার এমন হারে বিস্মিত ফুটবলপ্রেমীরাও। স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’ এটিকে  ‘বার্সা সাম্রাজ্যের পতন’ বলে মনে করছে।

আসলেও তাই, ইতালীয় ক্লাব রোমা এবারই প্রথম চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠেছে। আর বার্সা পাঁচবার শিরোপা জিতেছে। রানার্সআপ হয়েছে বেশ কয়েকবার। 

শুধু তাই নয়, এবারের সিরি ‘আ’তেও রোমার অবস্থান খুব একটা ভালো জায়গায় নেই। তারা চতুর্থ স্থানে আছে। সে দলটির কাছে বার্সার হার অবাক করারই মতো।

ফলে প্রথম লেগে ৪-১ গোলের জয় আর দ্বিতীয় লেগে ৩-০ গোলের হার। অ্যাওয়ে গোলের হিসেবে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিল বার্সেলোনা।

Caption

চ্যাম্পিয়নস লিগে সাফল্য না পেলেও কাতালান ক্লাবটি লা লিগার শিরোপা পাওয়ার সম্ভাবনা খুবই উজ্জ্বল। কারণ, দ্বিতীয় স্থানে থাকা দলটির সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান অনেক।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর