ডার্বিতে ড্র রিয়ালের জিতল বার্সা


তারিকুল প্রকাশিত: এপ্রিল ৯, ২০১৮, ০৮:৫৯ এএম
ডার্বিতে ড্র রিয়ালের জিতল বার্সা

ঘরের মাঠে আবারো হোচট খেল রিয়াল মাদ্রিদ। গত পাঁচ বছর যাবত লা লিগায় বার্নাব্যুতে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারাতে পারেনি জিদানের শীষ্যরা।সেই ধারাবাহিকতা অব্যহত রেখেছেন রোনালদোরা। মাদ্রিদ ডার্বিতে ১-১ সমতা। যার ফলে প্রকৃত জয়ী বার্সেলোনা। দুইয়ে থাকা অ্যাটলেটিকোর চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে গেল বার্সা। সেই সাথে লা লিগা জয়ের স্বপ্ন প্রায় শেষ হয়ে গেল রিয়ালের। 

ম্যাচের শুরু থেকেই দূর্দান্ত খেলতে থাকে রিয়াল। দারুণ তিনটি গোলের সুযোগ সৃষ্টি করেও শেষ পর্যন্ত জালের দেখা পায়নি রোনালেদোর দল। কিন্তু ১১ মিনিটে মার্কো এসেনসিও ও ৪২ মিনিটে মার্সেলোর শট বার কাঁপালেও গোল পেল না রিয়াল। রাফায়েল ভারানে ও দানি কারভাহালের দুটি শটও অবিশ্বাস্য দক্ষতায় ঠেকিয়ে দিয়েছেন ইয়ান ওবলাক।গোল শূন্য সমতা নিয়ে বিরতিতে যায় দু‘দল। 

৫৩তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। গ্যারেথ বেলের নিখুঁত ক্রস বিপজ্জনক জায়গায় খুঁজে পায় রোনালদোকে। দারুণ এক শটে এবার ওবলাককে ফাঁকি দিয়ে জালে বল পাঠান তিনি।কিন্তু রিয়ালের আনন্দ টিকল মাত্র তিন মিনিট। 

৫৭তম মিনিটে সমতা ফেরায় অতিথিরা। গ্রিজমানের বাড়ানো বলে ভিতোলোর গোলের চেষ্টা এগিয়ে সামনে এসে কোনোমতে ঠেকিয়ে দেন নাভাস। তবে বিপদমুক্ত করতে পারেননি। ছুটে এসে বল জালে পাঠান গ্রিজমান।

ম্যাচের বাকি সময়ে আর কোন দল গোলের দেখা পায়নি।

উল্লেখ্য, এবারের লিগে দুই দলের প্রথম দেখায় গোলশূন্য ড্র হয়েছিল।লিগে ৩১ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্সে বার্সেলোনা। ৬৮ পয়েন্ট নিয়ে ২ নম্বরে অ্যাতলেটিকো মাদ্রিদ।
গোনিউজ২৪/টিআই

এ সম্পর্কিত আরও সংবাদ


খেলা বিভাগের আরো খবর