কমনওয়েলথ গেমসে বাংলাদেশের প্রথম পদক পেলেন বাকী


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৮, ২০১৮, ১১:১৬ এএম
কমনওয়েলথ গেমসে বাংলাদেশের প্রথম পদক পেলেন বাকী

কমনওয়েলথ গেমসের পর্দা উঠেছে ৪ এপ্রিল। আজ পঞ্চম দিনে এসে প্রথম পদকের দেখা পেল বাংলাদেশ। কমনওয়েলথ গেমসে বাংলাদেশের হয়ে প্রথম পদক অর্জন করেছেন শুটার আবদুল্লাহ হেল বাকী। রোববার ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য পদকে জিতেন তিনি। 

অষ্ট্রেলিয়ার গোল্ডকোস্ট শহরে অনুষ্ঠিতব্য ২১তম কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে বাংলাদেশকে রৌপ্য পদক উপহার দেন বাকী।

২০১৪ কমনওয়েলথ গেমসের চেয়ে এবার ভালো করেছেন বাকি। সেবার ভারতের অভিনব বিন্দ্রা ২০৫.৩ পয়েন্ট স্কোর গড়ে স্বর্ণ জিতেছিলেন। আর বাকি ২০২.১ পয়েন্ট স্কোর করে রৌপ্য জিতেছিলেন।

ফাইনালে ২২৪.৬ স্কোর করে পদকটি জেতেন বাকী। ২২৫.১ স্কোর করে একই ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন স্বাগতিক অস্ট্রেলিয়ার ডেন স্যাম্পসন।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর