পিএসএলে ভারতীয়দের চান আফ্রিদি


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মার্চ ২৩, ২০১৮, ০৯:৫৯ পিএম
পিএসএলে ভারতীয়দের চান আফ্রিদি

রাজনৈতিক অস্থিতিশীলতা ও বোর্ডের খামখেয়ালিপনায় দীর্ঘসময় ধরে ভারত-পাকিস্তান ক্রিকেটে দা-কুমড়োর সর্ম্পক বিরাজ করছে। তাই দু’দেশের মাঝে দ্বিপাক্ষিক সিরিজ তো দূরের কথা আইপিএল-পিএসএলেও এক দেশের খেলোয়াড়দের অন্যদেশ আমন্ত্রণ জানানো হয় না। 

কিন্তু পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ খান আফ্রিদির দাবি, ভারতীয় ক্রিকেটারদের অন্তত পিএসএলে আমন্ত্রণ জানানো উচিত। ধোনি-কোহলিরা শুধু আইপিএলে অংশ নেওয়াতে বিষটি জটিলও বটে। তারপরও সামনের আসরে তাদের আমন্ত্রণ জানানো যেতে পারে বলে মত তার।

একটি বিষয় লক্ষণীয় যে, পিএসএলে অংশগ্রহণকারী অনেক বিদেশি ক্রিকেটার আরব আমিরাতে খেললেও পাকিস্তানের মাটিতে খেলতে অনাগ্রহ প্রকাশ করেছে। আফ্রিদি আগামী আসরে এমন বিদেশিদের ছাঁটাইয়ের কথাই বললেন, ‘ভবিষ্যতে শুধু সেই সব বিদেশি খেলোয়াড়দের পিএসএলের জন্য আমন্ত্রণ জানানো উচিত যারা পাকিস্তানেও খেলতে আগ্রহ প্রকাশ করবে।’

প্রসঙ্গত, ২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার ঘটনার পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসিত ছিল পাকিস্তান। তবে ধীরে ধীরে সে অবস্থা বদলাচ্ছে। পিএসএলের গত আসরের ফাইনালের পর বিশ্ব একাদশ ও পাকিস্তান একাদশের মধ্যে ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ হয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট দল একটি টি-টুয়েন্টি ম্যাচ খেলে গেছে।
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর