আইপিএলে ব্যবহার হবে নতুন প্রযুক্তি


তারিকুল প্রকাশিত: মার্চ ২১, ২০১৮, ০৮:৩৬ পিএম
আইপিএলে ব্যবহার হবে নতুন প্রযুক্তি

দশম আসর শেষে একাদশতম আসরে এস টকন নড়ে বসেছেন আইপিএল কতৃপক্ষ। অবেশেষে বহু কাক্ষিত ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) চালু হচ্ছে আইপিএলে। আইপিএল চেয়ারম্যান রাজিব শুলঙ্কা আজ (২১ মার্চ) ঘোষণা দিয়েছেন আসছে আইপিএল থেকে ডিআরএস প্রযুক্তি ব্যবহার করা হবে। 

ফ্রাঞ্চাইজি ভিত্তিক লিগ গুলোর মধ্যে এর আগে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ডিআরএস প্রযুক্তি ব্যবহার করা হয়। আইপিএলের মতো বড় আসরের জন্য এই প্রযুক্তি খুবই গুরুত্বপূর্ণ। এই প্রযুক্তিতে থাকবে হ্যাকআই এবং আল্ট্রাএজড সিস্টেম। 

গত ডিসেম্বরে বিশাখাপত্তম বিসিসিআইয়ের বোর্ড সভায় আইপিএল ২০১৮-তে এই সিস্টেম ব্যবহার করার আবেদন জানায়। এছাড়া সর্বশেস আইপিএলে অস্ট্রেলিয়ার সাবেক পেসার বর্তমান আম্পায়ার পল রাইফেলের বেশ কয়েকটি সিদ্ধান্ত সন্দেহের জন্ম দেয়। এছাড়া অধৃনিক প্রযুক্তির যুপে বিগ বাজেটের আইপিএলে ডিআরএস প্রযুক্তি না থাকা সত্যিই বেমানান।  

গোনিউ২৪/টিআই   

এ সম্পর্কিত আরও সংবাদ


খেলা বিভাগের আরো খবর