কোচ নিয়োগে নেইমার-পিএসজির দ্বন্দ্ব


তারিকুল প্রকাশিত: মার্চ ২১, ২০১৮, ০৪:১৩ পিএম
কোচ নিয়োগে নেইমার-পিএসজির দ্বন্দ্ব

অনেক বড় স্বপ্ন নিয়ে পিএসজিতে রেকর্ড দামে যোগ দিলেও সেই স্বপ্ন আপাতত অধরা নেইমারের জন্য। দল ছিটকে গেছে চ্যাম্পিয়ন লিগ থেকে।তার চেয়ে বড় দুঃসংবাদ নেইমারের ইনজুরি। আবার গুঞ্জণ রয়েছে নেইমারের পিএসজি ছাড়া নিয়েও। এদিকে পিএসজিকে বেতন বৃদ্ধির শর্ত দিয়েছেন নেইমার। গণমাধ্যমের এই দাবিকে স্রেফ গুঞ্জণ বলে উড়িয়ে দিয়েছে পিএসজি সভাপতি। ফরাসি ক্লাবটির বরাত দিয়ে ফ্রান্সের সবচেয়ে প্রভাবশালী ক্রীড়া দৈনিক লেকিপ জানিয়েছে, নেইমার ক্লাবকে বেতন বাড়ানোর বিষয়ে কোনো শর্ত দেননি। লেকিপ ওই গুঞ্জন উড়িয়ে দেয়ার পরপরই উঠেছে আরেক গুঞ্জন, পিএসজির কোচ হিসেবে বার্সেলোনার সাবেক কোচ লুইস এনরিকেকে চান নেইমার।

মূলত নেইমারের অপছন্দের কারণেই বর্তমান কোচ উনাই এমরির সাথে চুক্তির মেয়াদ বাড়তে চায় না পিএসজি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নাকি ক্লাব পিএসজিকে সরাসরি জানিয়ে দিয়েছেন এনরিকেকে কোচ করার কথা। বাইরের কোনো দেশের নয়। ফ্রান্সের পত্রিকা প্যারিস ইউনাইটেড দিয়েছে এই খবর।

পিএসজি সভাপতি নাসের আল খেলাইফির প্রথম পছন্দ ছিলেন হোসে মরিনহো ও পেপ গার্দিওলা। কিন্তু পিএসজি সভাপতি এরই মধ্যে বুঝে গেছেন মরিনহো বা গার্দিওলাকে আপাতত পাওয়া সম্ভব হবে না। পিএসজিকে তাই বাধ্য হয়ে পছন্দের তালিকা বদলাদে হয়েছে। চেলসির ইতালিয়ান কোচ আন্তোনিও কন্তে, অ্যাতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন কোচ দিয়েগো সিমিওনে এবং আরেক ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। যিনি বর্তমানে বেকার।

এই তিন জনের মধ্যে আন্তোনিও কন্তেকেই বেশি পছন্দ নাসের আল খেলাইফির। কিন্তু ক্লাব সভাপতির এই পছন্দ মানতেই পারছেন না নেইমার।নেইমারের পছন্দ সাবেক বার্স কোচ নেইমারের সাবেক গুরু লুইস এনরিকে। 

২০১৪ থেকে ২০১৭, বার্সেলোনায় টানা তিন বছর লুইস এনরিকের অধীনে খেলেছেন নেইমার।তাই কোচ এনরিকের সঙ্গে তার বোঝাপড়া খুব ভালো। বার্সেলোনার দায়িত্ব থেকে সরে যাওয়ার পর থেকে এনরিকে বর্তমানে বেকার আছেন। নেইমার তাই ক্লাব সভাপতিকে বলেছেন এনরিকেকে কোচ করতে।

নেইমারের পছন্দ বার্সেলোনার এই সাবেক কোচ হলেও নেইমারের স্বদেশি থিয়াগো সিলভার পছন্দ আবার কার্লো আনচেলত্তি। যিনি এর আগে দুই বছর কোচ ছিলেন পিএসজির। পিএসজি অধিনায়ক সিলভাও চাইছেন আনচেলত্তি। 

এখন দেখার বিষয় পিএসজি সভাপতি কি নেইমারের পছন্দকে প্রাধান্য দেয় নাকি দলের বাকি সদস্যদের। নাকি নিজের মতামতে অটল থাকেন। গুঞ্জণ রয়েছে দলের সেরা তরকাকে খুশি করতে তার পছন্দকেই আগ্রাধিকার দিবে পিএসজি বস। 

গোনিউজ/টিআই

এ সম্পর্কিত আরও সংবাদ


খেলা বিভাগের আরো খবর