ফাইনালের লক্ষ্যে আফ্রিদিদের বিপক্ষে তামিমদের শক্তিশালী একাদশ


স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: মার্চ ২১, ২০১৮, ১২:৫৩ পিএম
ফাইনালের লক্ষ্যে আফ্রিদিদের বিপক্ষে তামিমদের শক্তিশালী একাদশ

স্বপ্ন জয় নাকি স্বপ্নভঙ্গ? ঠিক এমন চিন্তা মাথায় রেখে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় এলিমিনেটরে করাচি কিংসের বিপক্ষে মাঠে নামবে পেশওয়ার জালমি। বুধবার (২১ মার্চ) বাংলাদেশ সময় রাত আটটায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। যা সরাসরি সম্প্রচার করবে পিটিভি স্পোর্টসসহ বেশ কয়েকটি দেশি-বিদেশি টিভি চ্যানেল।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এলিমিনেটর (প্রথম) ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে একরানে পরাজিত করে দ্বিতীয় এলিমিনেটরে করাচি কিংসের বিপক্ষে খেলার সুযোগ মিলে জালমির। আর আজকের ম্যাচটি দুই পক্ষের জন্যই বাঁচা-মরার। কারণ হারলেই স্বপ্নভঙ্গ, জিতলে ইসলামাবাদের সাথে ফাইনাল।

উইকেট নেয়ার পর হাসান আলীর উদযাপন।

কোয়ালিফায়ারের মতো আজকের ম্যাচেও ডেনলি ও ইনগ্রামের দিকে তাকিয়ে থাকতে হবে করাচি কিংসকে। তবে হ্যাঁ, যে কোনভাবে ব্যাট হাতে চমক দেখাতে হবে বাবর আযমকে। কারণ সর্বশেষ ম্যাচটিতে রানশূন্য ছিলেন তিনি। আর একজন টি-২০ স্পেশালিস্টের নামের পাশে এমন বেখাপ্পা রান মোটেও মানানসই না। তা মাথায় রেখে ব্যাট হাতে ২২ গজের যুদ্ধে নামতে হবে আজমকে।  এছাড়া আফ্রিদিকেও দুই সেক্টরের সমান তালে জ্বলতে হবে।

অন্যদিকে লিয়াম ডওশন ছাড়াও জালমির টপঅর্ডারকে আরো এগ্রেসিভ ভূমিকায় এগোতে হবে। প্রথম এলিমিনেটরে কোয়েটার বিপক্ষে ম্যাচটি কি টি-টোয়েন্টি ফরম্যাট নাকি ওয়ানডে ছিল তা হয়তো ভুলে গিয়েছিল জালমির টপ অর্ডার ব্যাটসম্যানরা। তামিমের ২৯ বলে ২৭, কামরান আকমলের ৩ বলে ০। যা সত্যিই দৃষ্টিকটু। তাই আজকের ম্যাচে জয় পেতে চাইলে অবশ্যই টি-টোয়েন্টি ঘরণায় মারকাটারি ব্যাট চালাতে হবে দলটিকে।

আনন্দ ভাগাভাগি আফ্রিদিদের।

এদিকে আজকের ম্যাচে উইনিং কম্বিনেশন মোটেও ভাঙতে চাইবে না জালমি। তাই গতম্যাচের একাদশ নিয়েই মাঠে নামবেন অধিনায়ক ড্যারেন স্যামি।

পেশওয়ার জালমি: কামরান আকমল (উইকেট রক্ষক), তামিম ইকবাল,  আন্দ্রে প্লেচার, মোহাম্মদ হাফিজ, ড্যারেন স্যামি (অধিনায়ক), সাদ নাসিম, লিয়াম ডওসন, আসিফ, হাসান আলী, ওয়াহাব রিয়াজ, সামেন গুল।
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর