রশিদ ঘূর্ণিতে বিশ্বকাপ স্বপ্ন বেঁচে রইলো আফগানিস্তানের


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মার্চ ২০, ২০১৮, ১০:৪০ পিএম
রশিদ ঘূর্ণিতে বিশ্বকাপ স্বপ্ন বেঁচে রইলো আফগানিস্তানের

বিশ্বকাপ বাছাই পর্বের সুপার সিক্সের গুরুত্বপূর্ণ খেলায় আরব আমিরাতকে পাঁচ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। ফলে এখনো বিশ্বকাপে খেলার স্বপ্ন বেঁচে রইলো নবী-রশিদদের।

রোববার (২০ মার্চ) আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আরব আমিরাত। কিন্তু ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে দলটির অধিনায়ক রোহান মোস্তাফা কত বড় ভুল করেছেন তা খেলা শুরুর একটু পরই টের পেল দল। কারণ ম্যাচটিতে দৈত্যরুপ আরব আমিরাতের টপ-মিডল চুরমার করতে থাকেন বিশ্বের নাম্বার ওয়ান লেগ স্পিনার রশিদ খান।  

যদিও হারারেতে শুরু হওয়া ম্যাচটিতে শুরুতেই আরব আমিরাত শিবিরে আক্রমণ চালান জাদরান। তবে দলের হয়ে সর্বোচ্চ পাঁচ উইকেট তুলে তাক লাগিয়ে দেন রশিদ খান। মুলত রশিদ-জাদরানের বোলিং তোপে ১৭৭ রানে অলআউট হয়ে যায় আরব আমিরাত।

আমিরাতের দেয়া ১৭৮ রানের লক্ষ্যে খেলতে নেমে আফগান ওপেনার গুলবাদিন নাইব ৯৭ রানে অপরাজিত ৭৪ রানের ইনিংস খেলেন। নজিবুল্লাহ জাদরান ৬৪ বলে খেলেন ৬৩ রানের ইনিংস। ফলে ৩৪.৩ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আফগানরা। ২ উইকেট করে নেন মোহাম্মদ নাভিদ এবং কাদির আহমেদ।
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর