গাভাস্কারের ফেসবুক আইডি মুছে দিল ফেসবুক


স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: মার্চ ২০, ২০১৮, ০৭:৩৬ পিএম
গাভাস্কারের ফেসবুক আইডি মুছে দিল ফেসবুক

সদ্য সমাপ্ত নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আম্পায়ারের অনৈতিক সিদ্ধান্তের প্রতিবাদ করা সাকিব-রিয়াদদের কঠোর সমালোচনা করেন ভারতের সাকেব ক্রিকেটার সুনীল গাভাস্কার। এসময় তিনি বাংলাদেশি ক্রিকেটারদের কঠোর শাস্তিও দাবি করেন। এমনকি বাংলাদেশি ক্রিকেটারদের জয় উদযাপনের আলোচিত ‘নাগিন’ নাচকেও ব্যঙ্গ করতে দ্বিধাবোধ করেননি। যে কারণে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয় তাকে নিয়ে। বিশেষ করে, ফেসবুকজুড়ে সমালোচনার ঝড় বয়ে যায় ।

সুনীলের এমন আচরণে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বাংলাদেশি ক্রিকেট সমর্থকরা। এ কারণে বাংলাদেশের ইথিকাল হ্যাকারদের একটি গ্রুপ ফেসবুকে রিপোর্ট করে সুনীল গাভাস্কারের ফেসবুক আইডিটি মুছে ফেলতে বাধ্য করে।

সোমবার সন্ধ্যায় সুনিলের আইডিটি মুছে ফেলে ফেসবুক। কারণ হিসেবে ফেসবুক জানায়, ‘সুনীল গাভাস্কারের প্রোফাইলটি ফেসবুকের সাম্প্রদায়িক মানদণ্ড অনুযায়ী পরিচালিত না হওয়ায় এটি মুছে ফেলা হয়েছে।’ সাইবার-৭১, উই হ্যাক টু প্রোটেক্ট বাংলাদেশ- নামক একটি ফেসবুক পেজে এই সু’খবরও জানিয়ে দেয়া হয়। সেখানে তারা ফেসবুক কর্তৃক সুনিল গাভাস্কারকে লেখা বার্তার স্ক্রিন শর্টও প্রকাশ করে।
গোনিউজ২৪/এএটি

খেলা বিভাগের আরো খবর