ছোট্ট গুণে ‘বিশ্বসেরা’ মেসি


স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: মার্চ ২০, ২০১৮, ০৪:০৪ পিএম
ছোট্ট গুণে ‘বিশ্বসেরা’ মেসি

সম্প্রতি আমেরিকা টিভির সঙ্গে নিজের ব্যক্তিগত জীবন ও খেলুড়ে জীবন নিয়ে কথা বলেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। 

এসময় তিনি জানান তার সাফল্য কিংবা বিশ্বসেরা হয়ে ওঠার আসল রহস্য। ‘আমি প্রথমেই চেষ্টা করেছি স্বার্থপর না হতে।  বক্সের ভেতর আমি সবসময়েই সেরা অপশনকে খুঁজি। আমি দলকে এক জায়গা থেকে ঘুরিয়ে আরেক জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করি। আমি এখনো প্রথম থেকে যেভাবে দৌঁড়ে আসছি, এখনো মাঠে সেভাবে দৌঁড়াই শুধু সেটার ভঙ্গিমাটা ভিন্ন।

মাঠে ভালো কিংবা খারাপ যেটাই খেলি না কেন, সেটা কখনোই গোলের জন্য নয়। সব থেকে বড় ব্যাপার হলো মাঠে আপনি কীভাবে অংশগ্রহণ করছেন, কিভাবে দ্রুততার সাথে আপনি বল নিবেন, বল দেওয়ার ক্ষেত্রে যোগ্য মানুষটি খুঁজে নেওয়া, বল না হারানো, এগুলো কখনোই গোলের উপর নির্ভর করে না।

গোল করলেন এর মানে এই নয় যে আপনি ভালো খেলেছেন। এমন অনেক ম্যাচ রয়েছে যেগুলোতে আমি গোল করেছি কিন্তু খেলেছি একদম জঘন্য। কিন্তু গোলই সবার নজর কাড়ে। ভালো খেলার মানে এই না যে আপনাকে গোল করতেই হবে। অভিজ্ঞতা যত বাড়বে, মাঠে আপনাকে নতুন নতুন জিনিসের সম্মুখীন হতে হবে। আগে আমি প্রায়ই বলের নিয়ন্ত্রণ নিতাম। এরপর নিজের মত করেই সেটাকে কাজে লাগাতাম কিংবা চিন্তা করতাম নিজের মত করে সেটাকে কিভাবে কি করা যায়। কিন্তু বর্তমানে দলের সবাইকে সাহায্য করার দিকেই মনোযোগ বেশি আমার। আমি চাই দলের সর্বোচ্চ সংখ্যক ফুটবলারই একটা গোলের পেছনে অবদান রাখুক।
গোনিউজ২৪/এএটি

খেলা বিভাগের আরো খবর