পাকিস্তানি লিজেন্ডের রেকর্ড ভাঙলেন সুন্দর


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মার্চ ১৯, ২০১৮, ০৯:২৮ পিএম
পাকিস্তানি লিজেন্ডের রেকর্ড ভাঙলেন সুন্দর

১৮ বছর ১৬৪ দিন বয়স থাকাকালীন বিশ্বের কম বয়সী ক্রিকেটার হিসেবে কোন বৈশ্বয়িক টুর্নামেন্টে ‘ম্যান অব দ্য সিরিজ’ হওয়ার রেকর্ড ছিল পাকিস্তানি লিজেন্ড ওয়াকার ইউনিসের। ১৯৯০ সালে এশিয়া কাপে এই গৌরভ অর্জন করেন তিনি। এর পরের অবস্থান ছিল নরেন্দ্র হিরওয়ানির। ১৯ বছর ১৬০ দিন বয়সে শারজায় কাপে ‘ম্যান অব দ্য সিরিজ’ হওয়ার গৌরভ অর্জন করেন তিনি। 

কিন্তু শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদাহাস ট্রফিতে দুর্দান্ত বোলিং করে বিশ্বের কম বয়সী বোলার হিসেবে ‘ম্যান অব দ্য সিরিজ’ নিশ্চিত করেন ওয়াশিংটন সুন্দর। মাত্র ১৮ বছর ১৬৪ দিন বয়সে তার নামের পাশে এই অর্জন লিখা হয় তার। যাতে তিনি পেছনে ফেলেছেন পাকিস্তানি লিজেন্ড ওয়াকার ইউনিস ও নরেন্দ্র হিরওয়ানিকে। 

প্রসঙ্গত, নিদাহাস ট্রফিতে পাঁচ ম্যাচে মোটে আটটি উইকেট শিকার করেছেন সুন্দর। ওভার প্রতি তিনি ৫.৭০ হারে রান খরচ করেছেন তিনি। -ক্রিক. 
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর