অলিম্পিক খেলার স্বপ্নে বিভোর সাতক্ষীরার রজনী


এম শাহীন গোলদার, সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৯, ২০১৮, ০৭:২৮ পিএম
অলিম্পিক খেলার স্বপ্নে বিভোর সাতক্ষীরার রজনী

মোস্তাফিজ-সৌম্য কিংবা সাবিনার মতো তারকা খেলোয়াড়দের আগমন সাতক্ষীরা থেকে। তাই জেলাটির প্রতি বাংলাদেশি মানুষের আলাদা টান-ভালোবাসা।

এবার তাদের মতো সাতক্ষীরার আরেক নারী শুটার তৌফিকা সুলতানা রজনী স্বপ্ন দেখছেন বিশ্ব অলিম্পিকে অংশগ্রহনের। সাতক্ষীরার রাইফেল ক্লাবে হাতেখড়ি এই প্রতিভাবান নারীর। তারপর একে একে পাড়ি দিচ্ছেন নানা ধাপ-প্রতিবন্ধকতা।

এদিকে রাইফেল শুটিংয়ের হয়ে ২০১৫ সালে বেইজিং স্পোর্টস ইউনিভার্সিটিতে ২৩ দিনের প্রশিক্ষণ গ্রহণ করেছেন রজনী। একই সালে বাংলাদেশ স্পোর্টস শুটিং ফেডারেশনের প্রতিযোগিতায় দ্বিতীয়স্থান পেয়ে লাভ করেছেন রৌপ্য পদক। এবার হামিদুর রহমান থার্ড ইয়ুথ শুটিং চ্যাম্পিয়নশীপেও পেয়েছেন দ্বিতীয়স্থান। ১০ মিটার এয়ার রাইফেল (নারী) প্রতিযোগিতায় তিনি এবারও জিতেছেন রৌপ্য পদক।

সোমবার (১৯ মার্চ) রজনীর সাথে তার বাড়িতে কথা হয় গোনিউজ প্রতিনিধির। তখন রজনী অলিম্পিক খেলার ইচ্ছা প্রকাশ করেন।

প্রসঙ্গত, বর্তমানে রজনীর স্থায়ী ঠিকানা আর্মি শুটিং এসোসিয়েশন। এসএসসি ফলপ্রার্থী এই শুটারের সামনের দিনগুলি শুটিংয়েই কাটানোর ইচ্ছা। 

গোনিউজ২৪/এএআর

খেলা বিভাগের আরো খবর