জন্মভূমিতে ফেরা নিয়ে সংশয় মেসির


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মার্চ ১৯, ২০১৮, ০৬:৪৪ পিএম
জন্মভূমিতে ফেরা নিয়ে সংশয় মেসির

মাত্র ১১ বছর বয়সে জন্ম শহর রোজারিও ছেড়ে বার্সেলোনায় পাড়ি জমিয়েছিলেন লিওনেল মেসি। এরপর ক্যারিয়ারের পুরোটা সময় কাটান ন্যু ক্যাম্পেই। ক্যারিয়ারের ৫৪২ গোলের মধ্যে ৩১০টি করেছেন বার্সেলোনার হয়ে। 

কিন্তু বাস্তবতা বলে একদিন ঠিকই বার্সা ছাড়তে হবে মেসিকে। আর ক্যারিয়ারে ইতি ঘটলে কি করবেন তিনি? এমন বিষণ্ণ হয়ে যান আর্জেন্টাইন খুদে জাদুকর। ‘সবাই বলে এটা (অবসর) খুই কঠিন। আমারও এ বিষয়ে সন্দেহ নেই। কিন্তু অবসরের পর আমি কোথায় যাব, বার্সেলোনা না রোজারিয়োতে? আমি জানি না।’

মেসির এই জানি না উত্তরের অর্থ হচ্ছে, আর্জেন্টিনার রোজারিয়োতে নিরাপত্তা ব্যবস্থা খুবই নাজুক। জায়গাটিকে সন্ত্রাসীদের আতুড়ঘর হিসেবে আখ্যা দিয়েছেন অনেকে। তাই শৈশবের স্মৃতি ছুঁয়ে দেখতে ইচ্ছে হলেও তা আর সম্ভব নয় মেসির জন্য। বলেছেন, ‘আর্জেন্টিনা এখন যে অবস্থায় আছে তার জন্য আমি ভুক্তভোগী ও দুঃখিত। নিরাপত্তাহীনতা এখন সেখানকার বাস্তবতা।’- গোল ডটকম।
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর