ম্যাচের শেষ বল কেন দেখলেন না রোহিত শর্মা?


স্পোর্টস করেসপন্ডেন্ট প্রকাশিত: মার্চ ১৯, ২০১৮, ০৫:৪৫ পিএম
ম্যাচের শেষ বল কেন দেখলেন না রোহিত শর্মা?

ভারত-বাংলাদেশ টি-২০ ফাইনালের শেষ বলটাই দেখলেন না রোহিত শর্মা! শেষ বলে দরকার পাঁচ রান, এই অবস্থায় ছয় মেরে দীনেশ কার্তিকের ম্যাচ জেতানোর মুহূর্তটাই দেখতে পেলেন না অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু কেন? 

ম্যাচ শেষে হিটম্যান রোহিত শর্মা জানালেন, ‘‘আমি ভারতের জয়ের মুহূর্ত দেখতে পাইনি। আমি তখন ড্রেসিংরুমে সুপার ওভারের জন্য তৈরি হচ্ছিলাম।’’ 

নিদাহাস ট্রফির ফাইনালে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ভারতের জন্য জয়ের লক্ষ্য রাখে ১৬৬ রান। কিন্তু ব্যাট করতে নেমে লক্ষ্যে পৌঁছাতে গিয়ে ম্যাচ প্রায় হারতেই বসেছিল ভারত। রোহিত শর্মা চেষ্টা চালিয়ে গেলেও, শেষ পর্যন্ত তিনিও প্যাভিলিয়নে ফিরে যান। 

শেষ মুহূর্তে দিনেশ কার্তিক অবশ্য সব হিসেব বদলে দেন। কার্যত বাংলাদেশের মুখের গ্রাস কেড়ে নেন ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান। কিন্তু শেষ বলের উত্তেজনা ভুলে রোহিত তৈরি হচ্ছিলেন সুপার ওভারের জন্য। অর্থাৎ তিনি যেন ধরেই নিয়েছিলেন, অন্তত চার মেরে ম্যাচ ড্র করে দেবেন কার্তিক।

রোহিত শর্মা পরে জানান, ‘‘দিনেশ কার্তিকে আমরা এই জন্যই শেষের দিকে ব্যাটিং করতে পাঠিয়েছিলাম। ওর অভিজ্ঞতা আমাদের কাজে লেগেছে।’’
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর