হ্যাটট্রিকের অনন্য মাইলফলক ছুঁলেন রোনালদো


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মার্চ ১৯, ২০১৮, ০১:১৮ পিএম
হ্যাটট্রিকের অনন্য মাইলফলক ছুঁলেন রোনালদো

ফুটবলের রেকর্ড বইয়ের বেশিরভাগ পৃষ্ঠাতেই মনে হয় তার নাম রয়েছে। মাঠে নামলে প্রায় প্রতি ম্যাচের পরেই রেকর্ড বইটা নতুন করে লিখতে বসতে হয়। রেকর্ড ভাঙ্গা-গড়ার খেলায় মেতে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদো নিজেকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়। জিরোনা বিপক্ষে গড়লেন রবিবার এক নয়া রেকর্ড। রোনালদোর ক্যারিয়ারে যোগ করলেন ৫০ তম হ্যাটট্রিক। 

রোববার (১৮ মার্চরা) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে লিগের ম্যাচে রোনালদোর নৈপুণ্যে জিরোনাকে ৬-৩ গোলে হারায় রিয়াল। এবারই প্রথমবারের মতো লা লিগায় উঠে আসা দলটির মাঠে গত অক্টোবরে ২-১ ব্যবধানে হেরেছিল রিয়াল। তাই গত রাতে মধুর প্রতিশোধ নিয়েছে জিনেদিন জিদানের দল। 

লিগ টেবিলের সাত নম্বরে থাকা জিরোনার বিপক্ষে রিয়ালের সহজ জয় এমন কিছু অবাক করার বিষয় নয়। তবে লা লিগা অনুরাগীদের চমকে দিতে পারে ক্রিশ্চিয়ানো রোনালদোর ফর্ম। ঘরের মাঠে রিয়ালকে একক দায়িত্বে জেতালেন তিনি। বরং বলা ভালো প্রতিপক্ষকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করলেন পর্তুগিজ তারকা।

একটা, দু’টো নয়, ক্রিশ্চিয়ানো একাই করলেন চার-চারটি গোল। সতীর্থের একটি গোলের পিছনে সক্রিয় অবদান রাখেন তিনি।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর