শিরোপা তুমি কার?


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মার্চ ১৮, ২০১৮, ১০:৩১ পিএম
শিরোপা তুমি কার?

বহুদিন ফাইনালের ট্রফিতে চুমু খাওয়া হয়নি বাংলাদেশের। তবে কি এবার ভারতকে হারিয়ে সেই স্বাদ পূর্ণ হবে? ঠিক এমন স্বপ্ন নিয়ে রোববার (১৮ মার্চ) কলম্বোর প্রেমাদাসায় মাঠে নেমেছে বাংলাদেশ।

বাংলাদেশ সময় রাত সাড়ে সাতটায় শুরু হওয়া ম্যাচটিতে ভারতের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে ১৬৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। মূলত সাব্বির রহমানের ৭৭ ও সহঅধিনায়ক রিয়াদের ২১ রানের ওপর ভিত্তি করে ফাইটিং স্কোর দাঁড় করায় টাইগাররা।

টাইগারদের ১৬৭ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ইতোমধ্যে চার উইকেট হারিয়ে বসেছে ভারত।  এ প্রতিবেদন লিখা পর্যন্ত দলটির সংগ্রহ ১৪ ওভারে ১০৪ রান। অর্থাৎ ৩৬ বলে প্রয়োজন ৬৩ রান। ৯৮ রানের মাথায় রোহিত শর্মার বিদায়ে কিছুটা হলেও বিপদে পড়ে গেছে ভারত। তবে এই মুর্হুতে দলের বিপদে লড়ছে পান্ডে ও সানকার।

এরআগে নিদাহাস ট্রফির ফাইনালে ভারতকে ১৬৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৬৬ রান করেছে সাকিব আল হাসানের দল। 

গোনিউজ২৪/এএস/এআর

খেলা বিভাগের আরো খবর