সাব্বিরের ব্যাটে লড়াকু সংগ্রহ বাংলাদেশের


স্পোর্টস করেসপন্ডেন্ট প্রকাশিত: মার্চ ১৮, ২০১৮, ০৯:২১ পিএম
সাব্বিরের ব্যাটে লড়াকু সংগ্রহ বাংলাদেশের

বহুদিন ফাইনালের ট্রফিতে চুমু খাওয়া হয়নি বাংলাদেশের। তবে কি এবার ভারতকে হারিয়ে সেই স্বাদ পূর্ণ হবে? ঠিক এমন স্বপ্ন নিয়ে রোববার (১৮ মার্চ) কলম্বোর প্রেমাদাসায় মাঠে নেমেছে বাংলাদেশ।

বাংলাদেশ সময় রাত সাড়ে সাতটায় শুরু হওয়া ম্যাচটিতে ভারতের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে ১৬৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। মূলত সাব্বির রহমানের ৭৭ ও সহঅধিনায়ক রিয়াদের ২১ রানের ওপর ভিত্তি করে ফাইটিং স্কোর দাঁড় করায় টাইগাররা।

গতম্যাচের ন্যায় প্রেমাদাসায় আজকের ম্যাচেও তামিমের ওপেনিং সঙ্গী হোন লিটন কুমার দাস। শুরু থেকে দু’জনকে বেশ শান্ত মেজাজে এগোতে দেখা যায়। তামিমের সঙ্গে পাল্লা দিয়ে লিটনও হাত খুলে খেলার চেষ্টা করেন। যার প্রমাণ ইনিংসের ২.২ ওভারে মাথায় উনাদাকাটের বলে অসাধারণ ওভার বাউন্ডারি। তবে দুঃখের যাত্রা এর পরের ওভার থেকেই শুরু হয়।  ৩.২ ওভারের সময় ওয়াশিংটন সুন্দরের বল উঠিয়ে মারতে গিয়ে তালুবন্দী হন তিনি। 

লিটন দাসের বিদায়ের পর তামিমকে সঙ্গ দিতে নামেন সৌম্য সরকার।  নেমে সেট হওয়ার আগেই মাঠ ছাড়েন তিনি।  নিদাহাস ট্রফিতে বারবার ব্যর্থতার পরও তার ওপর আস্থা রাখে নির্বাচকরা। অথচ সেই আস্থার প্রতিদান দিলেন দুই বলে এক রান তুলে।  এর আগে ওপেনার তামিমও একই কায়দায় আউট হন।

টপঅর্ডারের ব্যর্থতার দিনে ম্যাচটিতে স্বরুপে ফিরেন সাব্বির রহমান। অসাধারণ ইনিংস খেলেন মাহমুদউল্লাহকে সঙ্গে নিয়ে। কিন্তু ভুল বুঝাবুঝিতে রান আউটের শিকার হন গত ম্যাচের জয়ের নায়ক মাহমুদউল্লাহ। এরপর একই কায়দায় আউটের শিকার হন সাকিবও। আর সে মুর্হুতে রানে কিছুটা ভাটা পড়ে টাইগার শিবিরে।  তবে ইনিংসের শেষ ওভারটা রাঙ্গোলেন মিরাজ। ১৮ রান নিয়ে দলের স্কোর ১৬৬ রান করতে সাহায্য করেন তিনি।

ম্যাচটিতে ভারতের হয়ে চাহালে তিনটি, উনাদাকাট দুটি এবং ওয়াশিংটন সুন্দর একটি উইকেট লাভ করেন। 

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, নাজমুল হাসান। 

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সুরেশ রায়না, মনিষ পাণ্ডে, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), বিজয় শংকর, ওয়াশিংটন সুন্দর, জয়দেব উনাদকাট, শারদুল ঠাকুর, উযবেন্দ্র চাহাল।
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর