সৌম্যের অন্যরকম ফিফটি


স্পোর্টস করেসপন্ডেন্ট প্রকাশিত: মার্চ ১৮, ২০১৮, ০৮:২৮ পিএম
সৌম্যের অন্যরকম ফিফটি

স্বপ্ন ছুঁয়ে দেখার মিশনে কলম্বোর প্রেমাদাসায় ভারতের বিপক্ষে ব্যাট হাতে লড়ছে বাংলাদেশ। নিদাহাসের ফাইনাল ম্যাচটিতে  টস হেরে প্রতিবেশির ভারতের আমন্ত্রণে খেলতে নেমে টপঅর্ডারের তিন ব্যাটসম্যান তামিম-সৌম্য-লিটনকে হারিয়ে ব্যাকফুটে চলে গেছে বাংলাদেশ। 

এ প্রতিবেদন লিখা পর্যন্ত ১১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৭২ রান। ব্যাট হাতে লড়ছেন রিয়াদ-সাব্বির। 

গতম্যাচের ন্যায় প্রেমাদাসায় আজকের ম্যাচেও তামিমের ওপেনিং সঙ্গী হোন লিটন কুমার দাস। শুরু থেকে দু’জনকে বেশ শান্ত মেজাজে এগোতে দেখা যায়। তবে বল গড়ানোর সঙ্গে সঙ্গে তামিম হাত খোলা খেলা অনুসরণ করেন লিটনও। যার প্রমাণ ইনিংসের ২.২ ওভারে মাথায় উনাদাকাটের বলে অসাধারণ ওভার বাউন্ডারি।  তবে দুঃখের যাত্রা এর পরের ওভার থেকেই শুরু।  ৩.২ ওভারের সময় ওয়াশিংটন সুন্দরের বল উঠিয়ে মারতে গিয়ে তালুবন্দী হন তিনি। 

লিটন দাসের বিদায়ের পর তামিমকে সঙ্গ দিতে নামেন সৌম্য সরকার। কিন্তু সেট হওয়ার আগেই মাঠ ছাড়েন তিনি। নিদাহাস ট্রফিতে বারবার ব্যর্থতার পরও তার ওপর আস্থা রাখে নির্বাচকরা। অথচ সেই আস্থার প্রতিদান দিলেন দুই বলে এক রান তুলে। অদ্ভুত ব্যাপার হলো, নিদাহাস ট্রফিতে মোটে ৫ ম্যাচে ব্যাট হাতে নেমে ৫০ রান তুলেছেন তিনি।  যা একজন টপঅর্ডারের জন্য বেশ দৃষ্টিকটু।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, নাজমুল হাসান। 

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সুরেশ রায়না, মনিষ পাণ্ডে, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), বিজয় শংকর, ওয়াশিংটন সুন্দর, জয়দেব উনাদকাট, শারদুল ঠাকুর, উযবেন্দ্র চাহাল।
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর