ম্যাচ শুরুর আগ মুর্হুতে যা বললেন সাকিব


স্পোর্টস করেসপন্ডেন্ট প্রকাশিত: মার্চ ১৮, ২০১৮, ০৭:২৮ পিএম
ম্যাচ শুরুর আগ মুর্হুতে যা বললেন সাকিব

নিদাহাস ট্রফির ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত দলের অধিনায়ক রোহিত শর্মা। রোববার (১৮ মার্চ) বাংলাদেশ সময় রাত সাতে সাতটায় কলম্বোর প্রেমাদাসায় শুরু হয় ম্যাচটি।  যা সরাসরি সম্প্রচার করছে বিটিভি, চ্যানেল আইসহ বেশ কয়েকটি টিভি চ্যানেল।

এদিকে টসের পর নিজেদের প্রস্তুতির আংশিক তথ্য দেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। বলেছেন, টসের আগে আমি কিছুটা চিন্তিত ছিলাম।  প্রথমে ব্যাটিং নেয়াটা মোটেও খারাপ নয়। আশা করি গত ম্যাচগুলো ন্যায় প্রেমাদাসার উইকেট আজও ব্যাটসম্যানদের জন্য সহায়ক হবে।  আর আমরা সব কিছু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবো। 

সর্বশেষ অধিনায়ক স্মরণ করে দেন, আমরা সর্বশেষ চারটি ম্যাচে আশানুরুপ ভালো খেলেছি। তাই আশা করি আজও ভালো কিছু হবে। যদিও ভারত তুলকামূলকভাবে শক্তিশালী।

কোন টুর্নামেন্টে এ নিয়ে মোট পাঁচবারের মতো ফাইনাল খেলবে বাংলাদেশ। অথচ গত চার বার ফাইনাল খেলে একবারও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি টাইগারদের। তাই অধরা শিরোপা চুমু আঁকতে মরিয়া টিম টাইগার্স। তবে এবারের ফাইনালটা একটু ভিন্ন ধরণের। কারণ এবারই প্রথম দেশের বাইরে ফাইনাল খেলছে বাংলাদেশ। স্বাগতিক শ্রীলঙ্কাকে হটিয়ে এই যোগ্যতা অর্জন করে টিম টাইগার্স। 

ইনজুরির কারণে গত দুইমাস যাবত দলের বাইরে থাকা সাকিব দলে যোগ দিয়েছেন তাই ফাইনালে উজ্জীবিত বাংলাদেশ। আর আজকের ম্যাচটিতে `উইনিং কম্বিনেশ'ন ভাঙেনি বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, নাজমুল হাসান। 
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর