ইতিহাসের পাতায় নাম লিখলেন রাহুল


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মার্চ ১৩, ২০১৮, ০৮:২২ পিএম
ইতিহাসের পাতায় নাম লিখলেন রাহুল

ক্রিকেট মানেই রেকর্ড ভাঙা-গড়ার খেলা। কখনও সেই রেকর্ড হয় গর্বের। আবার কখনও এমন কিছু রেকর্ড তৈরি হয়, যেটা কখনই কাঙ্ক্ষিত নয়। সোমবার তেমনই একটি রেকর্ড গড়লেন টিম ইন্ডিয়ার লোকেশ রাহুল।যা ইতিহাস হয়ে থাকবে ক্রিকেটাঙ্গনে।

প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে হিট আউট হলেন রাহুল। ঋষভ পন্থের পরিবর্তে শ্রীলঙ্কার বিপক্ষে নিদাহাস ট্রফির চতুর্থ ম্যাচে সুযোগ পেয়েছিলেন রাহুল। ভারতীয় ইনিংসের দশম ওভারের ঘটনা। বল করছিলেন জীবন মেন্ডিস। মেন্ডিসের বল ক্রিজের বেশি ভিতরে ঢুকে রাহুল খেলতে গেলে তার পিছনের পায়ের গোড়ালির অংশটি সোজা গিয়ে লাগে উইকেটে। ১৭ বলে ১৮ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন রাহুল।

প্রথম ভারতীয় ব্যাটসম্যান হলেও টি২০ ক্রিকেটের ইতিহাসে  রাহুল দশম ব্যাটসম্যান যিনি হিট উইকেট হলেন।

গোনিউজ২৪/এএস


 

খেলা বিভাগের আরো খবর