বিমান বিধ্বস্তের ঘটনায় লা লিগার সহমর্মিতা


স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: মার্চ ১৩, ২০১৮, ০৭:২৫ পিএম
বিমান বিধ্বস্তের ঘটনায় লা লিগার সহমর্মিতা

সোমবার (১২ মার্চ) বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান ৬৭ জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হয়। তার মধ্যে এখন পর্যন্ত ৫০ জনের অধিক যাত্রীর মৃত্যু হয়েছে।

এমন ভয়াবহ বিমান দুর্ঘটনায় সহমর্মিতা প্রকাশ করেছে স্পেনের লা লিগা কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৩ মার্চ) বাংলাদেশ সময় ৪টা ২০ মিনিটে বাংলাদেশের পতাকা দিয়ে বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে লা লিগা।  দুই ঘণ্টার মধ্যে এই পোস্ট ২৪ হাজার প্রতিক্রিয়া ও ৪ হাজার ২০০ শেয়ার হয়। ততক্ষণে প্রায় ১১০০ মন্তব্যও ছিল।  বেশির ভাগ মানুষ এই ভালোবাসাকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেন।

লা লিগার ভেরিফাইড ফেসবুক পেজে তারা লিখে, ‘সোমবার কাঠমন্ডুতে বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করছে লা লিগা কর্তৃপক্ষ।’
গোনিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর