নিষিদ্ধের পর সুখবর পেলেন রাবাদা


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মার্চ ১৩, ২০১৮, ০৬:৩১ পিএম
নিষিদ্ধের পর সুখবর পেলেন রাবাদা

দেখতে এখনো মনে হয় বাচ্চা। অথচ এই বয়সেই বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের মনে কাঁপন ধরাচ্ছেন দক্ষিণ অফ্রিকার তরুণ পেসার কাগিসো রাবাদা। গতকাল পোর্ট এলিজাবেথে ম্যাচের তৃতীয় দিন ডেভিড ওয়ার্নারকে আউট করার পর তার অঙ্গভঙ্গি সঠিক ছিল না। তাই দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয় তাকে। অন্যদিকে, ওই ম্যাচেই অস্ট্রেলিয়ার বিপক্ষে পোর্ট এলিজাবেথ টেস্টে ১১টি উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। আর তাতেই আইসিসি টেস্ট বোলার র‌্যাঙ্কিংয়ে সেরা অবস্থানটি দখল করে নিয়েছেন তিনি। তাছাড়া তার ক্যারিয়ারে প্রথমবারের মতো রেটিং পয়েন্ট ৯০০ ছাড়িয়েছে।

বর্তমানে ৯০২ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি খেলোয়াড় র‌্যাঙ্কিংয়ে টেস্ট ফরম্যাটে সেরা বোলারের জায়গাটি দখল করে রেখেছেন ২২ বছর বয়সী এই পেসার। ৮৮৭ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে আছেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। ৮৪৪ রেটিং নিয়ে তৃতীয়স্থানে আছেন ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজা।

সাদা পোশাকের ক্রিকেটে অলরাউন্ডারদের মধ্যে সেরা জায়গাটি দখল করে রেখেছেন সাকিব আল হাসান। তার রেটিং পয়েন্ট ৪২১। অন্যদিকে, ৩৯১ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে আছেন রবীন্দ্র জাদেজা এবং ৩৬৮ রেটিং নিয়ে তৃতীয়স্থানে আছেন ভারতীয় স্পিনার রবীচন্দ্রন অশ্বিন।

অজিদের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে ১৫০ রান দিয়ে ১১টি উইকেট নেন কাগিসো রাবাদা।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর