খেলছেন সাব্বির-নাজমুল, চমক একাদশে


স্পোর্টস করেসপন্ডেন্ট প্রকাশিত: মার্চ ৮, ২০১৮, ০৭:১৮ পিএম
খেলছেন সাব্বির-নাজমুল,  চমক একাদশে

শ্রীলঙ্কার স্বাধীনতার ৭০ বছর উপলক্ষ্যে আয়োজিত নিদাহাস ট্রফির দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারতের অধিনায়ক রোহিত শর্মা। বৃহস্পতিবার (৮ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে চ্যানেল নাইন। 

আজকের হাইভোল্টেজ ম্যাচটিতে তিন পেসার ও দুই দুই স্পিনার নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। পেস বিভাগে মোস্তাফিজুর রহমানের সঙ্গে আছেন রুবেল হোসেন আর তাসকিন আহমেদ। স্পিনার হিসেবে থাকছেন দুইজন- নাজমুল অপু আর মেহেদী হাসান মিরাজ।

টাইগার একাদশে ব্যাটসম্যান ছয়জন। ওপেনিংয়ে যথারীতি তামিম ইকবাল আর সৌম্য সরকার। তিনে লিটন দাস, চার ও পাঁচ নাম্বারে মুশফিকুর রহীম আর মাহমুদউল্লাহ রিয়াদ। ছয় নাম্বারে খেলবেন সাব্বির রহমান।

এদিকে দুই দলের পাঁচবারের মুখোমুখিতে এখনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ।  তাই আজকের ম্যাচে এগিয়ে থাকবে ভারতই। তবে উদ্বোধনী ম্যাচে হারের কারণে কিছুটা হলেও ব্যাকফুটে রোহিত নেতৃত্বাধীন দলটি। 

আজকের ম্যাচে ভারতের নেতৃত্বে থাকবে রোহিত শর্মা। অধিনায়ক কোহলি বিশ্রামে থাকায় তার ওপর দায়িত্বভার দিয়েছে ভারত।  একই অবস্থা বাংলাদেশেরও।  টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের ইনজুরিতে দায়িত্বে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম, লিটন কুমার দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান, নাজমুল ইসলাম, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর