আইসিসির কাছে হাফিজের আকুতি


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০১৮, ০৮:১৮ পিএম
আইসিসির কাছে হাফিজের আকুতি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে যাতে ‘দুসরা’ হারিয়ে না যায়, সেটা নিশ্চিত করার জন্য আইসিসির নিয়মে বদল আনা উচিত বলে মনে করেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। 

তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট বেশ কয়েকজন লেগস্পিনারকে দেখে ভাল লাগছে। কিন্তু তা সত্ত্বেও আমার মনে হয়, দুসরাকে বাঁচিয়ে রাখার জন্য ব্যবস্থা নেওয়া উচিত।  সাকলাইন মুস্তাক, সাঈদ আজমলরা আমাদের অনেক উত্তেজক মুহূর্ত উপহার দিয়েছেন। ’

তার মতে, ‘দুসরাকে নিষিদ্ধ করা মোটেও উচিত নয় আইসিসির। বরং এটি যাতে ক্রিকেটের অংশ হিসেবে থেকে যায়, সেই বিষয়টি দেখা উচিত। প্রয়োজনে নিয়মে কিছু বদল আনতে হবে।’

অফস্পিনার হাফিজের বিরুদ্ধে একাধিকবার সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ উঠেছে। আইসিসি তার বোলিংয়ের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। সেই কারণেই ‘দুসরা’ সংক্রান্ত নিয়মে বদল আনার পক্ষে সওয়াল করেছেন তিনি।
গোনিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর