ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও বিশ্বের এক নম্বর রশিদ খান


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০১৮, ০৫:৫০ পিএম
ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও বিশ্বের এক নম্বর রশিদ খান

কিছুদিন আগে সর্ব কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষস্থানটি দখল করে আলোচনায় এসেছিলেন আফগানিস্তানের তরুণ লেগ স্পিনার রশিদ খান। তবে এবার টি-টোয়েন্টি বোলারদের র‌্যাংকিংয়ের শীর্ষস্থান দখলে নিলেন তিনি। স্বল্প ভার্সনের টি-২০ ক্রিকেটে রশিদ খানের রেটিং এখন ৭৫৯। 

টি-টোয়েন্টি ক্রিকেটে একধাপ এগিয়ে দ্বিতীয় স্থান থেকে উঠে এলেন শীর্ষে। দ্বিতীয় স্থানে উঠে এলেন নিউজিল্যান্ডের স্পিনার ইস শোধি। দুই ধাপ এগিয়ে তিন নম্বরে উঠে এলেন স্যামুয়েল বদ্রি। পাকিস্তানের ইমাদ ওয়াসিম ৩ ধাপ এগিয়ে এলেন ৪র্থ স্থানে। ভারতের জসপ্রিত বুমরাহ ১ ধাপ পিছিয়ে এলেন ৫ম স্থানে।

অলরাউন্ডারদের তালিকায় বাংলাদেশের সাকিব আল হাসানকে দ্বিতীয় স্থানে নামিয়ে শীর্ষে উঠে গেলেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। ট্রান্স তাসমান সিরিজে ২৩৩ রান করার পাশাপাশি ৩ উইকেট নিয়েছেন ম্যাক্সওয়েল।

প্রসঙ্গত, টি-টোয়েন্টির সর্বশেষ আপডেটে ধরা হয়েছে সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড-ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত ট্রান্স তানমান ত্রিদেশীয় সিরিজ, ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ, বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ এবং জিম্বাবুয়ে-আফগানিস্তান সিরিজ। সে হিসেব অনুযায়ী টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে এলেন নিউজিল্যান্ডের কলিম মুনরো।
গোনিউজ২৪/এএটি

খেলা বিভাগের আরো খবর