টেইলরের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের ইংলিশবধ


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০১৮, ০৩:৫৪ পিএম
টেইলরের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের ইংলিশবধ

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে তিন উইকেটে জয় তুলে নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড।

রোববার (২৫ ফেব্রুয়ারি) হ্যামিলটনে টসে হেরে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ২৮৪ রান তুলে নেয় সফরকারী ইংল্যান্ড। ম্যাচটিতে শুরুটা ভালো হয়নি ইংলিশদের। মাত্র ৪ রান করেই বোল্টের শিকার হন ওপেনার জনি বেয়ারস্টো। দ্বিতীয় উইকেট জুটিতে সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান জো রুটের সাথে ৭৯ রানের পার্টনারশীপ করেন জেসন রয়। 

অর্ধশত থেকে মাত্র ১ রান দূরে থেকে শাটনারের বলে আউট হয় রয়। রয়েলের বিদায়ের পর উইকেটে এসে বেশিক্ষণ টিকতে পারেনি অধিনায়ক মরগ্যান। মরগ্যানের ব্যর্থতার দিনে দীর্ঘদিন পর দলে ফিরে মাত্র ১২ রানে শাটনারের ঘূর্ণি বিষের শিকার বেন স্টোকস।

এরপরই শুরু হয় বাটলার অধ্যায়। তবে বাটলারের তাণ্ডব শুরুর আগে সেঞ্চুরির আশা জাগিয়েও ৭১ রানে পার্টটাইম বোলার মুনরোর বলে বোল্ড হয় রুট। শেষ দিকে বাটলারকে যোগ্য সাপোর্ট দেয় মঈন আলী। কিন্তু ২৮ রানে থামে আলীর ইনিংস। 

ডেভিড ইউলী ও ওকসের ছোট্ট-ছোট্ট সংগ্রহ বাটলারকে বড় স্কোর করার ভীত করে দেয়। শেষ ওভারে আউট হওয়ার আগ পর্যন্ত খুনে মেজাজে বাটলার করে ৬৫ বলে ৫ ছয় ও ৫ চারে ৭৯ রান। বাটলারের দ্রুততম ইনিংসে ভর করে ইংল্যান্ড করে ২৮৪ রান।

এরপর ইংলিশদের রানের জবাবে খেলতে নেমে ২৭ রানের মাথায় তিন টপঅর্ডার ব্যাটসম্যানকে হারিয়ে বসে নিউজিল্যান্ড। কিন্তু এরপর লাথাম ও টেইলর মিলে বিশাল পার্টনারশীপ গড়েন। দুর্দান্ত পার্টনাশীপ চলাকালীন ব্যক্তিগত শতক তুলে নেন টেইলর। টেইলার লাথাম ছাড়াও শেষের দিকে ৪৫ রানের ইনিংস খেলেন স্টেনার। শেষ অবধি ৪ বল হাতে থাকতেই জয় তুলে নেয় নিউজিল্যান্ড।
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর